19.4 C
Toronto
বৃহস্পতিবার, মে ২, ২০২৪

প্রতিদিন মুড়ি খাওয়া কি স্বাস্থ্যের জন্য ভালো?

প্রতিদিন মুড়ি খাওয়া কি স্বাস্থ্যের জন্য ভালো?

হালকা খিদে মেটাতে মুড়ির জুড়ি মেলা ভার। অল্প খেলেই পেট ভরে যায়। অনেক বাঙালিরই সকাল, সন্ধ্যার জলখাবার মুড়ি। চা, তেলে ভাজা, তরকারি, চানাচুর, যে কোনো কিছুর সঙ্গেই দারুণ জমে এই মুড়ি।কিন্তু রোজ এভাবে মুড়ি খাওয়া কি স্বাস্থ্যের পক্ষে ভালো? এ ব্যাপারে বিশেষজ্ঞরা বলছেন, রোজ মুড়ি খেলে পেট যেমন ভরে, তেমন বহু রোগ থেকেও মুক্তি মিলতে পারে।

- Advertisement -

এবার জেনে নিন, মুড়ি খাওয়ার স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে-

কম ক্যালোরি ও গ্লুটেনমুক্ত
মুড়িতে ক্যালোরির মাত্রা খুবই কম। যে কারণে মুড়ি খেলে ওজন বাড়ে না। তাই ওজন কমানোর ডায়েটে অনায়াসে রাখতে পারেন মুড়ি।এ ছাড়া মুড়ি হলো গ্লুটেনমুক্ত খাদ্য। গ্লুটেন সেনসিটিভিটি বা সিলিয়াক রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য উপযুক্ত খাবার মুড়ি।

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে
মুড়ি খেলে আপনার রক্তচাপও নিয়ন্ত্রণে থাকবে। এতে সোডিয়ামের মাত্রা কম। ফলে মুড়ি খাওয়ার পরে পেট ভরলেও রক্তচাপ বাড়ে না।যারা উচ্চ রক্তচাপে ভুগছেন তারা রোজকার ডায়েটে মুড়ি রাখতেই পারেন।

আরও পড়ুন :: অনেক শারীরিক সমস্যার সমাধানে শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম

রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করে
অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ মুড়ি আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সাহায্য করে।ফলে বিভিন্ন রোগব্যাধি থেকে শরীর সুরক্ষিত থাকে।

কার্বোহাইড্রেট সমৃদ্ধ
মুড়িতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে কার্বোহাইড্রেট। এই কার্ব কিন্তু দ্রুত আমাদের শরীরে শক্তি জোগাতে পারে।তাই দৈনন্দিন কাজের জন্য প্রয়োজনীয় শক্তি পেতে মুড়ি খান।

হাড়ের শক্তি বাড়ায়
মুড়িতে প্রচুর পরিমাণে ফাইবার, ক্যালসিয়াম এবং আয়রন থাকে। এই সব পুষ্টি শরীরে কোষের বৃদ্ধি ও পুনর্গঠনে সাহায্য করে।এটি হাড় শক্ত করে।

হজমের উন্নতি ঘটায়
গ্যাস, অ্যাসিডিটি, পেট ফাঁপা, অম্বলের সমস্যা কমাতে পারে মুড়ি।এটি খেলে পেটে অ্যাসিডের ক্ষরণে ভারসাম্য আসে। তাই অ্যাসিডিটির সমস্যা হলে মুড়ি জলে ভিজিয়ে খেতে পারেন। এ ছাড়া ডায়রিয়া, পেপটিক আলসারের মতো বিভিন্ন গ্যাস্ট্রোইনটেস্টাইনাল ব্যাধির ক্ষেত্রেও অত্যন্ত উপকারী মুড়ি।

- Advertisement -

Related Articles

Latest Articles