10.5 C
Toronto
শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

আউটডোর বিনোদনকেন্দ্রে ধারণক্ষমতার সীমা ছাড়াই কার্যক্রম পরিচালনা করতে পারবে

আউটডোর বিনোদনকেন্দ্রে ধারণক্ষমতার সীমা ছাড়াই কার্যক্রম পরিচালনা করতে পারবে - the Bengali Times
দ্বিতীয় বছরের মতো এবারও সান্তা ক্লস প্যারেড কেবলমাত্র ব্রডকাস্ট করা হবে সম্প্রতি ঘোষণা দেয় টরন্টো সান্তা ক্লস প্যারেডের আয়োজকরা

বুধবার নিয়ন্ত্রণমূলক যেসব সংশোধনী অনুমোদন করা হয়েছে তাতে করে আউটডোরে আয়োজিত সব পাবলিক অনুষ্ঠান যেখানে দুই মিটারের শারীরিক দূরত্ব বজায় রাখা সম্ভব নয় সেখানে মাস্ক পরিধান সাপেক্ষ ধারণক্ষমতার সীমা উঠে যাবে। যেসব খাতে এখন পর্যন্ত আউটডোর জমায়েতের ওপর ধারণক্ষমতার সীমা বহাল আছে এ সংশোধনীর ফলে তাও উঠে যাবে। এর অর্থ হলো স্কি হিলসহ অন্যান্য আউটডোর বিনোদনকেন্দ্রগুলো ধারণক্ষমতার সীমা ছাড়াই কার্যক্রম পরিচালনা করতে পারবে। তবে যেসব আউটডোর ভেন্যুর ধারণক্ষমতা ২০ হাজার বা তার বেশি সেগুলোতে ভ্যাকসিনেশনের পক্ষে প্রমাণপত্র প্রদর্শনের বিধান বহাল থাকবে। আউটডোরে সামাজিক জমায়েত আপাতত ১০০ জনে সীমাবদ্ধ থাকছে।

ভ্যাকসিনেশনের পক্ষে প্রমাণপত্র প্রদর্শন সাপেক্ষে ফোর্ড সরকার সোমবার বার, রেস্তোরাঁ ও জিমের ওপর থেকে ধারণক্ষমতার সীমা প্রত্যাহারের পর এসব পরিবর্তন আনা হলো। এছাড়া মার্চের মধ্যেই বাধ্যতামূলক মাস্ক পরিধানসহ অন্যান্য জনস্বাস্থ্য বিধি প্রত্যাহারেরও ইঙ্গিত দিয়েছে ফোর্ড সরকার।

- Advertisement -

আউটডোরে বড় পরিসরের অনুষ্ঠানের ওপর থেকে ধারণক্ষমতার সীমা প্রত্যাহার শিগগিরই শুরু করতে যাচ্ছে অন্টারিও সরকার। এর মধ্য দিয়ে আগামী সপ্তাহে পূর্ণমাত্রার ধারণক্ষমতায় রিমেমব্র্যান্স ডের অনুষ্ঠান ও সান্তা ক্লস প্যারেডের একটা সুযোগ তৈরি হলো বলে মনে করা হচ্ছে।

দ্বিতীয় বছরের মতো এবারও সান্তা ক্লস প্যারেড কেবলমাত্র ব্রডকাস্ট করা হবে সম্প্রতি ঘোষণা দেয় টরন্টো সান্তা ক্লস প্যারেডের আয়োজকরা। কারণ হিসেবে তারা প্যারেডে অংশগ্রহণকারী অনেক শিশুকে ভ্যাকসিনেশনের আওতায় না আনার কথা উল্লেখ করেন তারা। তবে ব্র্যাম্পটনের কর্মকর্তারা হেমন্ত ও শীতে বেশ কিছু বার্ষিক অনুষ্ঠান সশরীরে আয়োজনের ঘোষণা দিয়েছেন। রিমেমব্রান্স ডে, উইন্টার লাইটস ফেস্টিভাল ও কিছু হ্যালোয়েন অনুষ্ঠান এর মধ্যে অন্যতম।

- Advertisement -

Related Articles

Latest Articles