10.1 C
Toronto
শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

অপরাধীরা বিভিন্ন মজুদাগার ব্যবহার করছে

অপরাধীরা বিভিন্ন মজুদাগার ব্যবহার করছে - the Bengali Times
পিল পুলিশ বুধবার এক সংবাদ সম্মেলনে জানায় বাড়িতে তল্লাশি চালিয়ে সংঘবদ্ধ একটি চক্রের তিন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে

 

ট্রাক্টর ও ট্রেইলার চুরির সঙ্গে জড়িত গ্রেপ্তারকৃত তিন সন্দেহভাজন হলেন ৩৯ বছর বয়সী ধারওয়ান্ত গিল, ২৫ বছর বয়সী রবনীত বার ও ২৩ বছর বয়সী দেবেশ পাল। তিনজনই ব্র্যাম্পটনের বাসিন্দা। সন্দেহভাজনদের ব্যাপারে কারও কাছে বাড়তি কোনো তথ্য থাকলে তাদেরকে পিল রিজিয়নাল পুলিশের কমার্শিয়াল অটো ক্রাইম ব্যুরো অথবা ক্রাইম স্টপারদের জানানোর অনুরোধ জানানো হয়েছে।

- Advertisement -

তদন্তকারীদের তথ্য অনুযায়ী, চুরি যাওয়া সামগ্রী বিক্রি না হওয়া পর্যন্ত গ্রেটার টরন্টো এরিয়াজুড়ে অপরাধীরা বিভিন্ন মজুদাগার ব্যবহার করে। কিছু আবার খাদ্যবাজার, লিকুইডেটর ও ডলার স্টোরে বিক্রি করা হয়, সন্দেহাতীত ক্রেতারা যা পরে কিনে নেন।
পিল পুলিশ বুধবার এক সংবাদ সম্মেলনে জানায়, বাড়িতে তল্লাশি চালিয়ে সংঘবদ্ধ একটি চক্রের তিন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। একাধিক তল্লাশি চালিয়ে চুরি যাওয়া ২০টি কার্গো লোড, ট্রাক্টর ও ট্রেইলার উদ্ধার করা হয়েছে, যেগুলোর বাজারমূল্য আনুমানিক ৪০ লাখ ডলার। উদ্ধার করা অনেক সামগ্রী প্রকৃত মালিকদের কাছে ফেরত দেওয়া হয়েছে।

উল্লেখ্য, দক্ষিণ অন্টারিওর বিভিন্ন অংশ থেকে ট্রাক্টর ও ট্রেইলার চুরির সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পিল পুলিশ। পিল রিজিয়নসহ গ্রেটার টরন্টো ও গোল্ডেন হর্সশুর বিভিন্ন অঞ্চলে কার্যক্রম পরিচালনাকারী সংঘবদ্ধ একটি চক্রকে বিবেচনায় নিয়ে এ বছরের এপ্রিলে এ ঘটনার তদন্ত শুরু হয়।

- Advertisement -

Related Articles

Latest Articles