5.4 C
Toronto
শনিবার, এপ্রিল ২০, ২০২৪

রৌপ্য চুরি যাওয়ার ঘটনায় সন্দেহভাজনদের সন্ধান করছে পুলিশ

রৌপ্য চুরি যাওয়ার ঘটনায় সন্দেহভাজনদের সন্ধান করছে পুলিশ - the Bengali Times
ফাইল ছবি

১ কোটি ১০ লাখ ডলার মূল্যমানের রৌপ্য চুরি যাওয়ার ঘটনায় সন্দেহভাজনদের সন্ধান করছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, বুলিয়ন আকারে থাকা ওই রৌপ্য ২০২০ সালের জানুয়ারিতে একটি শিপিং কনটেইনার থেকে খোয়া যায়। পরবর্তীতে এর কিছু অংশ টরন্টো, ব্রিটিশ কলাম্বিয়া ও ম্যাসাচুসেটস থেকে উদ্ধার করা হয়। মন্ট্রিয়লে একটি শিপিং কনটেইনার থেকে গত বছর রৌপ্য চুরির ঘটনা ঘটে।

টরন্টো পুলিশ বলছে, মূল রৌপ্যের বারগুলোতে সিরিয়াল নাম্বারসহ বিশেষভাবে চিহ্নিত করা ছিল। বিক্রির সময় যাতে কেউ সন্দেহ না করে সেজন্য কিছু পরিমাণ রৌপ্য গলিয়ে ইঙ্গটে রূপান্তরিত করা হয়েছে বলে ধারণা তদন্তকারীদের। এসব ইঙ্গট কেউ নিলে বা চুরি যাওয়া চালানের কোনো উপজাত কারও কাছে থাকলে পুলিশের সঙ্গে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

- Advertisement -

Related Articles

Latest Articles