1.9 C
Toronto
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

মানসিক স্বাস্থ্য ও মাদকাসক্তি বিষয়ক নতুন মন্ত্রণালয়

মানসিক স্বাস্থ্য ও মাদকাসক্তি বিষয়ক নতুন মন্ত্রণালয় - the Bengali Times
প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোছবিপিএম অফিস

 

আগামী পাঁচ বছরে প্রদেশ ও অঞ্চলগুলোতে বিনামূল্যে মানসিক স্বাস্থ্য সেবা প্রদানে নতুন ৪৫০ কোটি ডলার ফেডারেল তহবিল প্রদানের প্রতিশ্রুতি দিয়েছিল লিবারেল প্ল্যাটফরম। কানাডায় মানসিক স্বাস্থ্য সেবার উন্নয়নে মন্ত্রিসভার বাড়তি মনোযোগকে স্বাগত জানিয়েছেন কানাডিয়ান মেন্টাল হেলথ অ্যাসোসিয়েশনসহ মানসিক স্বাস্থ্যের প্রতি সওয়ালকারীরা।

- Advertisement -

প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো মানসিক স্বাস্থ্য ও মাদকাসক্তি বিষয়ে তার প্রতিশ্রুতির অংশ হিসেবে এ সংক্রান্ত নতুন একটি মন্ত্রণালয় তার মন্ত্রিসভায় যুক্ত করেছেন। মন্ত্রণালয়টির দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক ক্রাউন-ইন্ডিজিনাস সম্পর্ক বিষয়ক মন্ত্রী ক্যারোলিন বেনেটকে। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এটি সম্পূর্ণ আলাদা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাচ্ছেন ট্রেজারি বোর্ডের সাবেক প্রেসিডেন্ট জাঁ-আইভস ডুকলো।

নতুন দায়িত্ব পাওয়ার পর মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বেনেট বলেন, মানসিক স্বাস্থ্যও যে সমান্তরাল মহামারি হিসেবে দেখা দিয়েছে, আমরা অনেকেই সেটা জানি। সত্যিকার অর্থেই এ নিয়ে আমাদের কিছু করা দরকার। সেই সঙ্গে সরকারের সব বিভাগের পাশাপাশি প্রদেশ ও অঞ্চলগুলোতে যাতে একটি মানসিক স্বাস্থ্য কৌশল থাকে সেটাও নিশ্চিত করা প্রয়োজন।

মেন্টাল হেলথ অ্যাসোসিয়েশন অব কানাডার তথ্য অনুযায়ী, মহামারির সময়জুড়ে কানাডাজুড়ে বিষন্নতা ও উদ্বিগ্নতা বেড়ে গেছে। কোভিড-১৯ এর আগে থেকেই যারা মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন, আইসোলেশন তাদের পরিস্থিতি আরও খারাপের দিকে নিয়ে গেছে।

মেন্টাল হেলথ কমিশন অব কানাডার প্রেসিডেন্ট মিশেল রড্রিগ বলেন, কানাডায় মানসিক স্বাস্থ্য ও মাদক সংক্রান্ত স্বাস্থ্যের উন্নয়নের জন্য আমরা যে করছি এই নিয়োগ সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ।
অপিয়ড সংকট সমাধানে কৌশল প্রণয়নের দায়িত্বেও থাকবেন বেনেট। অন্যান্য সরকারের নীতিগুলো মানসিক স্বাস্থ্যের লেন্স দিয়ে দেখাও এ প্রতিশ্রুতির অন্তর্গত।

মহামারি ও এর প্রভাবে মানসিক স্বাস্থ্যের নিরিখে নতুন এ পদ সৃষ্টি আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন এনডিপি নেতা জাগমিত সিং। তবে নতুন মন্ত্রণালয় যোগ করা এ সমস্যার সহজ সমাধান নয় উল্লেখ করে টুইট করেছেন কনজার্ভেটিভ এমপি টড ডোহার্টি। টুইটে তিনি বলেন, আমাদের দরকার জরুরি ও সুনির্দিষ্ট কার্যক্রম। নতুন মন্ত্রীকে জাতীয় আত্মহত্যা প্রতিরোধে হটলাইন এবং প্রাদেশিক মানসিক স্বাস্থ্য সেবা ও তৃণমূল পর্যায়ে মানসিক স্বাস্থ্য সংস্থাগুলোর জন্য স্থিতিশীল তহবিল চালুরও আহ্বান জানিয়েছেন তিনি।

১৯৯৭ সালে নির্বাচনে অংশ নেওয়ার আগে বেনেট পারিবারিক চিকিৎসক এবং ইউনিভার্সিটি অব টরন্টোর ডিপার্টমেন্ট অব ফ্যামিলি অ্যান্ড কমিউনিটি মেডিসিনের সহকারী অধ্যাপকের দায়িত্বে ছিলেন। ২০০৩ সালে তিনি কানাডিয়ান অ্যালায়েন্স অন মেন্টাল ইলনেস অ্যান্ড মেন্টাল হেলথ থেকে চ্যাম্পিয়ন অব মেন্টাল হেলথ অ্যাওয়ার্ড পান। মানসিক স্বাস্থ্য মন্ত্রীর পাশাপাশি সহকারী স্বাস্থ্য মন্ত্রীর দায়িত্বও পালন করবেন বেনেট।

- Advertisement -

Related Articles

Latest Articles