6.8 C
Toronto
বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

দেশ থাকে হৃদয়ে

দেশ থাকে হৃদয়ে - the Bengali Times
দেশ শুধু মাত্র ভৌগলিক সীমারেখা নয়

দেশ ছেড়ে চলে এসেছি আজ প্রায় ১১ বৎসর ৫ মাস । কিন্ত এক দিনের জন্য হলেও দেশকে ভুলে যাই নি । সবাই বলতে পারেন দেশকে এত ভালবাসলে দেশ ছেড়ে চলে আসলে কেন ?? এই প্রশ্নের সঙ্গে দেশকে ভালবাসার কোন সম্পর্ক নেই । দেশ ছেড়ে চলে গেলেই দেশ পর হয়ে যায় না । দেশকে ভালবাসার সঙ্গে দেশের বাইরে থাকার কোন বিরোধ নেই । দেশ থাকে হৃদয়ে , চেতনায় আর অনুভবে । দেশ শুধু মাত্র ভৌগলিক সীমারেখা নয় । ৫৫ হাজার বর্গমাইলের কোন ভূখণ্ডও নয় । দেশ একটি আবেগময় অনুভূতি । হৃদয়ে রক্ত দিয়ে খোদিত এক মানচিত্র যাকে মুছে ফেলা যায় না , উপড়ে ফেলা যায় না । নিজের অস্তিত্বের সংগে এটি লীন হয়ে গিয়েছে ।

যারা দেশে থাকেন তারা প্রবাসীদের সম্পর্কে অনেক ভুল ধারনা নিয়ে থাকেন । তারা ভাবেন প্রবাসীরা সর্বান্তকরণে দেশকে অনুভব করেন না, ভালবাসেন না । প্রবাসীদের দেশের উপর কোন অধিকার থাকা উচিত না ,কোন দাবিও থাকা উচিত না । এটি একটি ভুল ধারনা । অনেকটা পরোশ্রিকাতর অভিব্যক্তি ।
দেশ তো রয়ে যায় শরীরের প্রবহমান রক্ত ধারায় , মস্তিষ্কের প্রতিটি শিরায় শিরায় । তাই দেশে যারা থাকেন তাদের মতই একজন প্রবাসীও দেশকে একই ভাবে ভালবাসেন । বিভাজন রেখা টানা অন্যায় ।

- Advertisement -

স্কারবোরো, কানাডা

- Advertisement -

Related Articles

Latest Articles