9.9 C
Toronto
শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

ফেসবুকে ফেইক একাউন্ট

ফেসবুকে ফেইক একাউন্ট - the Bengali Times
টরন্টোর পরিচিত একজনের দ্বিতীয় একাউন্টের রিকোয়েস্ট একসেপ্ট করেছিলাম দুদিন আগে আজ সেই একাউন্ট থেকে ম্যাসেজ দিয়ে প্রতারণা করার চেষ্টা করেছিল অত্যন্ত স্মার্টভাবে

একটা ফেইসবুক একাউন্ট থাকা সত্ত্বেও একই নামে দ্বিতীয় একাউন্ট থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট আসলেই ধরে নিতে হবে ফেইক একাউন্ট। যুক্তিসংগত কারণ বা ব্যাখা না থাকলে রিকোয়েস্ট একসেপ্ট করা ঝুঁকিপুর্ণ।

এ কথাটা জানা থাকা সত্ত্বেও টরন্টোর পরিচিত একজনের দ্বিতীয় একাউন্টের রিকোয়েস্ট একসেপ্ট করেছিলাম দুদিন আগে। আজ সেই একাউন্ট থেকে ম্যাসেজ দিয়ে প্রতারণা করার চেষ্টা করেছিল অত্যন্ত স্মার্টভাবে। মুলত ম্যাসেন্জারে টাকা বা সাহায্য চাইলেই শতকরা নব্বই ভাগ জালিয়াত হবে নি:সন্দেহে। বেষ্ট অপসন হলো ফোনে সরাসরি কথা বলে যাচাই করে নেয়া। তবে আজকের প্রতারককে ফোন দিলে বলে তিনি দুবাইতে প্লেনে আছেন, কথা বলতে পারবেন না!

- Advertisement -

যাহোক যিনি অলরেডি আমার বন্ধু তালিকায় আছেন তার দ্বিতীয় একাউন্টের রিকোয়েস্ট গ্রহন করা হবে না এটাই শেষ কথা।
টরন্টো, কানাডা

- Advertisement -

Related Articles

Latest Articles