21.5 C
Toronto
মঙ্গলবার, আগস্ট ৯, ২০২২

চলতি বছর কানাডার মূল্যস্ফীতি বাড়বে

- Advertisement -

চলতি বছর কানাডার মূল্যস্ফীতি বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে রেফিনিটিভ। জানুয়ারিতেই এর হার গত বছরের একই সময়ের তুলনায় ১ শতাংশ বেড়েছে। দেশটির পরিসংখ্যান সংস্থা স্ট্যাটিস্টিকস কানাডার মতে, জানুয়ারিতে মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে গ্যাসোলিনের মূল্য বৃদ্ধির কারণে। স্ট্যাটিস্টিকস কানাডার তথ্য অনুযায়ী, ডিসেম্বরের তুলনায় জানুয়ারিতে পণ্যটির দাম বেড়েছে ৬ দশমিক ১ শতাংশ। তারপরও ২০২০ সালের জানুয়ারির তুলনায় গ্যাসোলিনের দাম এখনও ৩ দশমিক ৩ শতাংশ কম আছে। যদিও কোভিড-১৯ মহামারি ছড়িয়ে পড়তে থাকায় ওই সময়ই বৈশি^ক বাজারে চাহিদা মন্দার একটা আভাস পাওয়া যাচ্ছিল।

স্ট্যাটিস্টিকস কানাডার হিসাবে, গ্যাসোলিন বাদ দিলে জানুয়ারিতে ভোক্তা মূল্য সূচক গত বছরের একই সময়ের তুলনায় ১ দশমিক ৩ শতাংশ বেশি ছিল।

তবে জ¦ালানির মূল্য গত বছরের সর্বোচ্চ অবস্থানে ফিরে যাবে বলে মনে করছেন টিডির জ্যেষ্ঠ অর্থনীতিবিদ জেমস মার্পেল। তিনি বলেন, ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের ব্যারেলপ্রতি ৬০ ডলারের বেশি মূল্য আগামী কয়েক মাসে মূল্যস্ফীতি বৃদ্ধিতে প্রধান ভূমিকা রাখবে।

- Advertisement -

Related Articles

- Advertisement -

Latest Articles