9.1 C
Toronto
শনিবার, মে ১১, ২০২৪

স্পেনকে বিশ্বকাপ জিতিয়ে কারমোনা শুনলেন, বাবা আর নেই

স্পেনকে বিশ্বকাপ জিতিয়ে কারমোনা শুনলেন, বাবা আর নেই
<br >ওলগা কারমোনা ছবি সংগৃহীত

নারী বিশ্বকাপে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল স্পেন। অস্ট্রেলিয়ার সিডনিতে ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে এই কীর্তি গড়ল তারা। ম্যাচের ২৯তম মিনিটে স্পেনের হয়ে একমাত্র গোলটি করেন অধিনায়ক ওলগা কারমোনা। তবে দেশকে বিশ্বকাপ জেতানোর ঠিক পরেই দুঃসংবাদ পেলেন এই তারকা। বাবাকে হারালেন স্পেনের অধিনায়ক ওলগা কারমোনা। খবর বিবিসির।

প্রতিবেদন থেকে জানা যায়, কারমোনা গোল করার ঠিক পরেই প্রয়াত হন তার বাবা। জয়ের পরেই বাবার মৃত্যুসংবাদ পেয়ে ভেঙে পড়েন তিনি। সামাজিক যোগাযোগ কারমোনা লেখেন, ‘জানতামই না আজ জীবনে কী ঘটতে চলেছে। সেটা না জেনেই ফাইনালে খেলতে নেমেছিলাম। জানি, আজ যে কীর্তি গড়লাম, তার পিছনে তুমিই শক্তি। জানি, উপর থেকে তুমি আমাকে এখন দেখছ। আমার জন্য গর্ব অনুভব করছ।’

- Advertisement -

এ নিয়ে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, ‘স্প্যানিশ ফুটবল ফেডারেশন অত্যন্ত দুঃখের সঙ্গে ওলগা কারমোনার বাবার প্রয়াত হওয়ার খবর জানাচ্ছে। বিশ্বকাপ ফাইনাল শেষ হওয়ার পরেই ওলগাকে এই দুঃসংবাদ জানানো হয়েছে।’

- Advertisement -

Related Articles

Latest Articles