8.3 C
Toronto
বৃহস্পতিবার, মে ৯, ২০২৪

দাবানলে পুড়েছে এক লাখ বর্গকিলোমিটার এলাকা

দাবানলে পুড়েছে এক লাখ বর্গকিলোমিটার এলাকা
রেকর্ড সৃষ্টিকারী দাবানলের মৌসুমে এবার পুড়েছে এক লাখ বর্গকিলোমিটার এলাকা

কানাডার রেকর্ড সৃষ্টিকারী দাবানলের মৌসুমে এবার পুড়েছে এক লাখ বর্গকিলোমিটার এলাকা। এখনো আগুন নিয়ন্ত্রণের বাইরে রয়েছে। পুড়ে যাওয়া এই এলাকা লেক অন্টারিও, লেক আরি ও লেক মিশিগানের সম্মিলিত আয়তনের সমান।

এর আগে এক মৌসুমে কানাডায় সবেচেয়ে বেশি এলাকা পুড়েছিল ১৯৮৯ সালে। ওই বছরের ২৭ জুন পুড়ে যাওয়া এলাকার আয়তন হিসাব করা হয়েছিল ৭৬ হাজার বর্গকিলোমিটার। সেই সঙ্গে কমিউনিটিগুলোকে কয়েক মাস সরে যাওয়ার আদেশ দেওয়া হয়েছিল।

- Advertisement -

কানাডিয়ান ইন্টারএজেন্সি ফরেস্ট ফায়ার সেন্টার বলেছে, এই মুহূর্তে সবচেয়ে বেশি সক্রিয় আগুন রয়েছে ওয়েস্টার্ন কানাডা, ব্রিটিশ কলাম্বিয়ায়। সংখ্যাটি ৩৭৩টি।

পূর্বাভাস পরিস্থিতির ভিত্তিতে ন্যাচারাল রিসোর্সেস কানাডা আশা করছে, মৌসুমি দাবানল জুলাই ও আগস্ট জুড়ে তীব্রভাবে অব্যাহত থাকবে।

জরুরি প্রস্তুতিমন্ত্রী বিল ব্লেয়ার বলেন, এটা ভালো সংবাদ যে ইস্টার্ন কানাডায় পরিস্থিতির লক্ষণীয় উন্নতি প্রত্যাশা করা হচ্ছে।

- Advertisement -

Related Articles

Latest Articles