4.6 C
Toronto
সোমবার, ডিসেম্বর ৫, ২০২২

চিত্রনায়িকা পপি আসলে কোথায়?

চিত্রনায়িকা পপি আসলে কোথায়? - the Bengali Times
চিত্রনায়িকা পপি

প্রথমদিকে চিত্রনায়িকা পপির নিরুদ্দেশ হওয়ার বিষয়টি স্বাভাবিক মনে করেছিলেন মিডিয়া সংশ্লিষ্টরা। কিন্তু সময় যতই এগোতে থাকে ততই ধোঁয়াশা তৈরি হতে থাকে। বিশেষ করে চ্যানেল আই প্রযোজিত এবং রাজু আলীম ও মাসুমা তানি পরিচালিত ‘ভালোবাসা প্রজাপতি’ নামের একটি ছবির শুটিং অর্ধসমাপ্ত রেখেই নিরুদ্দেশ হন পপি। এটি ছাড়া আরও কিছু কাজের সঙ্গে যুক্ত ছিলেন পপি। কিন্তু সবাইকে অপেক্ষায় রেখে অন্তরালবাসী হন এই চিত্রনায়িকা।

তার এ অনুপস্থিতির কারণে মিডিয়ায় নানা মুখরোচক কথা চাউর হয়েছে। কেউ বলছেন তিনি বিয়ে করে সংসারি হয়েছেন। আবার অনেকেই বলছেন যে পপি সন্তানসম্ভবা। যারা কারণে তার বর্তমান সময়ের অবয়ব কাউকে দেখাতে চাইছেন না। তাই একেবারে লুকিয়ে জীবনযাপন করছেন।

- Advertisement -

খোঁজ নিয়ে জানা গেছে, পরিবারের লোকদের সঙ্গেও থাকছেন না তিনি এবং পরিবার থেকে নাকি পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে আছেন পপি। কিন্তু তাকে নিয়ে এত আলোচনা সমালোচনা চললেও এখন পর্যন্ত মিডিয়ায় কিংবা ঘনিষ্ঠজনদের কাছে নিজের বর্তমান অবস্থান নিয়ে মুখ খোলেননি পপি। কিছুদিন আগে জানা গিয়েছিল তিনি গাজীপুরের এক বাগান বাড়িতে বসবাস করছেন। কিন্তু বর্তমানে এ খবরটিরও সত্যতা নির্ণয় করা যাচ্ছে না।

কেউ কেউ আবার বলছেন যে, পপি হয়ত দেশান্তরী হয়েছেন। তবে তার ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীদের হয়ত পপির ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। কিন্তু আদৌ তিনি মিডিয়ার সামনে আসবেন কিনা তা নিয়েও শঙ্কা আছে অনেকের মনে।

- Advertisement -

Related Articles

Latest Articles