14.5 C
Toronto
মঙ্গলবার, এপ্রিল ১৬, ২০২৪

জয়-পরাজয় থাকবে, পারফরম্যান্সটা ভালো হোক : মেহজাবীন

জয়-পরাজয় থাকবে, পারফরম্যান্সটা ভালো হোক : মেহজাবীন - the Bengali Times
ছবি সংগ্রহ

আইসিসি টি-২০ বিশ্বকাপে টাইগারদের বাজে পারফরম্যান্স ও একের পর এক ব্যর্থতা নিয়ে সমালোচনার ঝড় বইছে। সামাজিক যোগাযোগমাধ্যমে কেবলই ব্যঙ্গ-বিদ্রুপেরই শিকার হচ্ছেন মাহমুদুল্লাহ-সাকিবরা। কথা উঠেছে বিসিবি নিয়েও। এবার বিষয়টি নিয়ে কথা বললেন হালের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।

তিনি গণমাধ্যমকে বলেছেন, ‘আমাদের সবার বোঝা উচিত, এই মুহূর্তে তারা (ক্রিকেটাররা) একা খেলছে না। তারা একা মাঠে না। ক্রিকেটারদের যতটুকু সাপোর্ট দেওয়ার সেটাই আমাদের করা উচিত। আসলে তাদের (ক্রিকেটারদের) কাছে পজিটিভিটিটা ছড়িয়ে দেওয়া উচিত। পজিটিভ সাপোর্টই দেওয়া উচিত।’

- Advertisement -

ক্রিকেট বাঙালির আবেগের নাম জানিয়ে মেহজাবীন আরও বলেন, ‘আমরা অবশ্যই জানি, ক্রিকেট আমাদের জন্য আবেগের বড় নাম। তো নিজের আবেগ কন্ট্রোল করতে না পেরে, আরেকজনকে নিজের অজান্তে কষ্ট দিয়ে দেব এই জিনিসটা হওয়া উচিত না। আমাদের সবারই স্পোর্টসম্যানশিপ স্পিরিট থাকা উচিত।’
মেহজাবীনের মতে জয়-পরাজয়ের চেয়ে খেলার আনন্দটা আগে। তিনি বলেন, ‘একজন বাংলাদেশি হিসেবে অবশ্যই চাইব আমাদের টাইগাররা সব ম্যাচ জিতুক। কিন্তু আমি এটাও বুঝি, খেলা তো খেলাই। এখানে জয় যেমন থাকবে, তেমন পরাজয়ও থাকবে। আমি চাই আমাদের দলের পারফরম্যান্সটা ভালো হোক।’

মেহজাবীন আরো বলেন, ‘আমাদের বোঝা উচিত, ক্রিকেটাররা তাদের বেস্ট ট্রাই করছে। অবশ্যই যত ভালো পারফর্ম করা যায় সেটা তারা করছে। সুন্দরভাবে তারা এগিয়ে যাক সেটাই প্রত্যাশা থাকবে।’

এদিকে, টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে আজকের ‍গুরুত্বপূর্ণ ম্যাচে ইন্ডিজের মুখোমুখি বাংলাদেশ।শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার সুপার টুয়েলভে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে নেমেছে টাইগাররা। এ ম্যাচে তাসকিন ও সৌম্যকে একাদশে ফিরিয়েছে বাংলাদেশ দল। সেক্ষেত্রে বাদ পড়েছেন নাসুম আহমেদ ও নুরুল হাসান সোহান। উইকেটরক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন লিটন দাস।

গুরুত্বপূর্ণ এই ম্যাচে কঠিন পরীক্ষার মুখোমুখি বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। দুই দলই প্রথম দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট ছিটকে পড়ার আশঙ্কায় রয়েছে। আজ যে দল হারবে, তাদের লাগেজ গুছিয়ে দেশের পথ ধরার প্রস্তুতি নিতে হবে। তাই দু’দলের জন্যই আজকের ম্যাচটি ডু অর ডাই।

- Advertisement -

Related Articles

Latest Articles