21.9 C
Toronto
শনিবার, জুন ২২, ২০২৪

চতুর্থ সন্তানের বাবা হলেন বেনজেমা, ওজুনার সঙ্গে প্রথম

চতুর্থ সন্তানের বাবা হলেন বেনজেমা, ওজুনার সঙ্গে প্রথম
মডেল বান্ধবী ওজুনার সঙ্গে করিম বেনজেমা ছবি সংগৃহীত

সন্তানের বাবা হয়েছেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড করিম বেনজেমা ও মডেল জর্দান ওজুনা দম্পতি। এই নিয়ে চার সন্তানের বাবা হলেন বেনজেমা। তবে ওজুনার সঙ্গে এবারই প্রথম সন্তানের জন্ম দিলেন বেনজেমা।

গত বৃহস্পতিবার ওজুনার কোল আলো করে আসে এই সন্তান। এর আগে ২৬ এপ্রিল মাদ্রিদের একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। খবর স্প্যানিশ গণমাধ্যম মার্কার।
বেনজেমার আগের তিন সন্তানের মধ্যে দুজন জন্ম নিয়েছে ক্লোই ডি লাউনায়ের সঙ্গে সম্পর্কের সময়। সেই দুই মেয়ের নাম মেলিয়া (৮) ও নুরি (৩)। মাঝে কোরা গাউথিয়ার সঙ্গে সম্পর্ক চলাকালীন তাদের ঘরে আসে পুত্র ইব্রাহিম (৫)। হাওয়াইয়ান মডেল ওজুনা তৃতীয় নারী, যার কোলে করিমের সন্তান জন্ম নিয়েছে।

- Advertisement -

৩৬ বছর বয়সী মডেল ওজুনার সঙ্গে গোপনীয়তা বজায় রেখেই সম্পর্ক চালাচ্ছেন বেনজেমা। সর্বশেষ তাদের একসঙ্গে দেখা গিয়েছিল ২০২২ সালে ব্যালন ডি’অর অনুষ্ঠানে। যখন এই পুরস্কার অর্জন করেন বেনজেমা। সে সময় ওজুনাকে বেশ উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়।

- Advertisement -

Related Articles

Latest Articles