12 C
Toronto
রবিবার, এপ্রিল ২৮, ২০২৪

ভাড়া থাকা মিলেনিয়ারদের অবসরে ৫০% বেশি সঞ্চয় করতে হবে

ভাড়া থাকা মিলেনিয়ারদের অবসরে ৫০% বেশি সঞ্চয় করতে হবে
প্রতিবেদনে বলা হয়েছে অবসরকালে বাড়ির মালিকদের জীবনযাত্রার ব্যয় ভাড়া থাকাদের মতো একইরকম হবে না বাড়ির মালিকানা অবসরপ্রাপ্তদের কিছুটা নমনীয়তাও দেবে অন্যদিকে ভাড়া থাকাদের প্রত্যেক মাসে ভাড়া পরিশোধ করতে হবে তা না হলে বাড়ি ছেড়ে দিতে হবে তা সে তাদের বয়স ২৫ বছর হোক বা ৮৫ বছর

যেসব মিলেনিয়াল সারাজীবন ভাড়া থাকতে চায় তাদেরকে বাড়ির মালিক মিলেনিয়ালদের চেয়ে ৫০ শতাংশ বেশি সঞ্চয় করতে হবে। বৈশি^ক পরামর্শদাতা প্রতিষ্ঠান মার্সার কানাডা তাদের এক প্রতিবেদনে এই তথ্য তুলে ধরেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভাড়া থাকতে ইচ্ছুক কোনো মিলেনিয়াল যদি ৬৮ বছর বয়সে অবসরে যেতে চায় তাহলে তাকে বেতনের আটগুন অর্থ জমা রাখতে হবে। অন্যদিকে যেসব মিলেনিয়ালের নিজস্ব বাড়ি আছে তাদেরকে তিন বছর আগে অর্থাৎ ৬৫ বছর বয়সে অবসরে যেতে হলে বেতনের ৫ দশমিক ২৫ গুন সঞ্চয় করতে হবে।

- Advertisement -

ফেব্রুয়ারিতে কানাডায় বাড়ির গড় বিক্রয়মূল্য ছিল ৬ লাখ ৬২ হাজার ৪৩৭ ডলার।

প্রতিবেদনে বলা হয়েছে, অবসরকালে বাড়ির মালিকদের জীবনযাত্রার ব্যয় ভাড়া থাকাদের মতো একইরকম হবে না। বাড়ির মালিকানা অবসরপ্রাপ্তদের কিছুটা নমনীয়তাও দেবে। অন্যদিকে ভাড়া থাকাদের প্রত্যেক মাসে ভাড়া পরিশোধ করতে হবে। তা না হলে বাড়ি ছেড়ে দিতে হবে। তা সে তাদের বয়স ২৫ বছর হোক বা ৮৫ বছর।

প্রতিবেদন অনুযায়ী, ৬০ হাজার ডলার আয়কারী মিলেনিয়ালরা ২৫ বছর বয়স থেকে অবসরের জন্য সঞ্চয় করতে শুরু করে। ওয়ার্কপ্লেস প্রোগামের আওতায় প্রতি বছর বেতনের ১০ শতাংশ তারা সঞ্চয় করে এবং তা ব্যালান্সড ফান্ডে বিনিয়োগ করে।

হেলথকেয়ার অব অন্টারিও পেনশন ফান্ডের উপাত্ত অনুযায়ী, ৩৫ বছরের কম বয়সী ৩৫ শতাংশ কর্মীর অবসরের জন্য কোনো ধরনের সঞ্চয় নেই। অন্যদিকে ৩৫ বছরের কম বয়সী ২৯ শতাংশ কানাডিয়ান বলেছেন, আগামী ছয় মাসে তাদের ঋণ আরও বাড়তে পারে। মূল্যস্ফীতি যদি বাড়তেই থাকে তাহলে ৮৫ শতাংশ তাদের অবসরের তারিখে পরিবতন আনতে বাধ্য হতে পারেন।

ডান্ডাস লাইফের তথ্য অনুযায়ী, ২৫ থেকে ৩৫ বছর বয়সী কানাডিয়ানদের বার্ষিক গড় আয় ৪৪ হাজার ডলারের মতো।

- Advertisement -

Related Articles

Latest Articles