13 C
Toronto
শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

বিশ্ব র‍্যাঙ্কিংয়ে সুখবর পেল বাংলাদেশ

বিশ্ব র‍্যাঙ্কিংয়ে সুখবর পেল বাংলাদেশ - the Bengali Times

বিশ্বজুড়ে চলছে আন্তর্জাতিক ফুটবল ম্যাচ। একদিকে ২০২২ কাতার বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচ অন্যদিকে মাত্র শেষ হলো উয়েফা নেশনস লিগ। দক্ষিণ এশিয়ান ফুটবলেও ছিল সাফ ফুটবল টুর্নামেন্ট। ফিফার হিসাব অনুযায়ী, সব মিলিয়ে ১৬০টি ম্যাচ হয়েছে এ মাসে। সেটিরই প্রভাব পড়েছে ফিফার প্রকাশিত সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে।

- Advertisement -

সেখানে বাংলাদেশের জন্য সুখবরই থাকছে। সাফে আবারও একবার গ্রুপ পর্ব থেকে বাদ পড়লেও র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ দল।

এবারের সাফ চ্যাম্পিয়ন ভারত এগিয়েছে এক ধাপ। গত মাসে প্রকাশিত ফিফার আগের র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ছিল ১৮৯, বৃহস্পতিবার (২১ অক্টোবর) প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে ১৮৭। ভারতের র‍্যাঙ্কিং এখন ১০৬।

শ্রীলঙ্কাকে ১-০ গোলে হারানোর পর ভারতের সঙ্গে ১০ জন নিয়েও ১-১ গোলে ড্র করে বাংলাদেশ। এরপর স্বাগতিক মালদ্বীপের কাছে ২-০ গোলে হারলেও গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে জিতলেই ফাইনালে উঠে যেতেন জামাল ভূঁইয়ারা। কিন্তু শেষ দিকে দশজনের হয়ে পড়া বাংলাদেশ শেষ মুহূর্তে গোল খেয়ে সেদিন ড্র করে ১-১ গোলে।

সাফ অঞ্চলে সাত দলের মধ্যে আগের মতোই সবার ওপরে ভারত। ১৫০-এর ওপরে আর কোনো দল নেই। মালদ্বীপের র‍্যাঙ্কিং ১৫৬। বাংলাদেশের ওপরে আছে নেপাল আর ভুটানও। সাফের র‍্যাঙ্কিংয়ের তালিকার শেষ দিকের দুই দল পাকিস্তান ও শ্রীলঙ্কা।

এর বাইরেও বিশ্বজুড়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে হিসাব করলে সেখানে ব্রাজিলের জন্য ছোট্ট একটা আশা আছে। আগের র‍্যাঙ্কিংয়ে দুই নম্বরে থাকা ব্রাজিল এবার ফিফা র‍্যাঙ্কিংয়ে এগোয়নি, তবে বাছাইপর্বে এখনো অপরাজিত থাকা নেইমাররা র‍্যাঙ্কিংয়ে এক নম্বর দল বেলজিয়ামের পিছেই রয়েছে।

বেলজিয়ামের র‍্যাঙ্কিং পয়েন্ট ১৮৩২.৩৩—আগের প্রকাশিত র‍্যাঙ্কিংয়েও তা-ই ছিল, ব্রাজিলের র‍্যাঙ্কিং পয়েন্ট ৮.৬৩ বেড়ে এবার হয়েছে ১৮২০.৩৬।

বিশ্বজুড়ে র‍্যাঙ্কিংয়ের হিসাব করলে শীর্ষ দশে নতুন কোনো দল ঢোকেনি। সেরা দশে অদলবদল বলতে ফ্রান্স (এখন তিন নম্বরে) ও ইতালি (চার নম্বরে) এক ধাপ করে এগিয়েছে। ইংল্যান্ড দুই ধাপ পিছিয়ে নেমে গেছে পাঁচ নম্বরে।

- Advertisement -

Related Articles

Latest Articles