16.5 C
Toronto
শুক্রবার, অক্টোবর ৭, ২০২২

আবহাওয়ার খবরের মাঝে ভেসে উঠল অনাকাঙ্ক্ষিত ভিডিও!

- Advertisement -
আবহাওয়ার খবরের মাঝে ভেসে উঠল অনাকাঙ্ক্ষিত ভিডিও! - the Bengali Times
ছবি সংগ্রহ

টেলিভিশনে আবহাওয়ার খবর চলছিল। হঠাৎ পর্দায় ভেসে উঠে অনাকাঙ্ক্ষিত দৃশ্য। যা দেখে থমকে যান দর্শকরা।
আবহাওয়ার খবরের মাঝে ভেসে উঠল অনাকাঙ্ক্ষিত ভিডিও!

ভুলে আবহাওয়ার খবরের মাঝেই একটি পর্নগ্রাফির ভিডিও সম্প্রচার করে ফেলে কর্তৃপক্ষ। পরে, অবশ্য এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে টিভি চ্যানেলটি।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) একটি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের স্পোকেনে কেআরইএম নামের একটি স্থানীয় সংবাদ চ্যানেলে সন্ধ্যা ছয়টার খবর প্রচার হচ্ছিল। এ সময় আবহাওয়াবিদ মিশেল বস আবহাওয়ার পূর্বাভাস বলছিলেন।

তখনই এই অপ্রীতিকর ঘটনা ঘটে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, আবহাওয়ার পূর্বাভাস বলার সময় হঠাৎ করেই মিশেল এর পেছনের পর্দায় পর্নগ্রাফির ওই ভিডিও ভেসে ওঠে।

তবে তিনি বা তার সহকর্মী কডি প্রক্টর, কেউই বিষয়টি লক্ষ্য করেননি। তারা তাদের মতো সংবাদ পরিবেশন করে যাচ্ছিলেন।

আরও পড়ুন: মার্কিন কংগ্রেসকে চিঠিতে যা বললেন মেগান

পরে অবশ্য জানা যায়, আবহাওয়ার পূর্বাভাস সংক্রান্ত যে গ্রাফিক্যাল ভিডিও সম্প্রচারের কথা ছিল তার পরিবর্তে ভুলক্রমে ১৩ সেকেন্ডের ওই ভিডিও সম্প্রচার করা হয়।

পরে অবশ্য রাত ১১টার খবরে ওই ‘অপ্রীতিকর’ ভিডিওর জন্য দুঃখপ্রকাশ করেছে কেআরইএম কর্তৃপক্ষ।

এদিকে, এই ঘটনার পর দর্শকদের মধ্যে অনেকেই পুলিশকে বিষয়টি জানিয়েছেন। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Related Articles

Latest Articles