7.9 C
Toronto
শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

সিআরএর চেক নগদায়ন করেনি ৯০ লাখ কানাডিয়ান

সিআরএর চেক নগদায়ন করেনি ৯০ লাখ কানাডিয়ান
ফাইল ছবি

নগদায়ন হয়নি এমন প্রায় ১৪০ কোটি ডলার মূল্যের চেক কানাডা রেভিনিউ এজেন্সির (সিআরএ) কাছে জমা হয়ে আছে। বছরের পর বছর ধরে এসব চেক জমেছে। ১৯৯৮ সালের পুরনো কিছু চেকও রয়েছে এর মধ্যে। নগদায়ন না করা এসব চেকের বিষয়টি জানিয়ে এ মাসেই ২৫ হাজার কানাডিয়ানের কাছে ই-নোটিফিকেশন পাঠাবে সিআরএ।

বেনিফিট ও রিফান্ড হিসেবে প্রতি বছর বিপুল পরিমাণ অর্থ দেয় সিআরএ। কিন্তু নানা কারণে কিছু চেক নগদায়ন হয় না। গ্রাহকরে ঠিাকানা পরিবর্তন এসব কারণের মধ্যে অন্যতম।

- Advertisement -

আরও ২৫ হাজার কানাডিয়ান ই-নোটিফিকেশন পাবেন নভেম্বরে। তারপর ২০২৩ সালের মে মাসে ই-নোটিফিকেশন পাবেন আরও ২৫ হাজার কানাডিয়ান।

কানাডিয়ানদের চেক নগদায়নের আহ্বান জানিয়ে ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে প্রচারণা শুরু করে সিআরএ। এখন পর্যন্ত তারা ৮০ কোটি ডলার করদাতাদের ফেরত দিয়েছে। কারও অগনগদায়িত চেক আছে কিনা সিআরএর অ্যাকাউন্টে সাইন আপ করে তা জানতে পারবেন।

- Advertisement -

Related Articles

Latest Articles