14.8 C
Toronto
রবিবার, সেপ্টেম্বর 24, 2023

‘ফাঁস নেওয়ার’ টিকটক ভিডিও বানাতে গিয়ে কিশোরীর মৃত্যু

‘ফাঁস নেওয়ার’ টিকটক ভিডিও বানাতে গিয়ে কিশোরীর মৃত্যু
কিশোরী সানজিদা আক্তার ছবি সংগৃহীত

নোয়াখালীর চাটখিল উপজেলায় ওড়না পেঁচিয়ে ‘ফাঁস নেওয়ার’ টিকটক ভিডিও বানাতে গিয়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার খিলপাড়া ইউনিয়নের শিবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

কিশোরী সানজিদা আক্তার (১১) শিবপুর গ্রামের মনজুরুল ইসলামের মেয়ে। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়তো।

- Advertisement -

খিলপাড়া ইউপি সদস্য সাদ্দাম হোসেন জানান, বিকেলে পরিবারের সদস্যদের অজান্তে সানজিদা আলমারির ওপর উঠে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ‘ফাঁস নেওয়ার’ টিকটক ভিডিও ধারণ করতে যায়। এ সময় অসাবধানতাবশত পা ফসকে গেলে আলমারি থেকে পড়ে গলায় পেঁচানো ওড়নায় ফাঁস লাগে। বিষয়টি টের পেয়ে পরিবারের লোকজন তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চাটখিল থানার ওসি গিয়াস উদ্দিন জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।

- Advertisement -

Related Articles

Latest Articles