22 C
Toronto
বুধবার, আগস্ট ১০, ২০২২

১০ হাজার বাড়ি বিদ্যুৎহীন একটি সাপের কারণে!

- Advertisement -
প্রতীকী ছবি

১০ হাজার বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছিল শুধুমাত্র একটি সাপের কারণে। সাপটি সবার অজান্তেই ঢুকে পড়েছিল বিদ্যুতের সাবস্টেশনে। ঘটনাটি ঘটেছে জাপানের ফুকুশিমার কোরিয়ামা শহরে।

সংবাদমাধ্যম নিউজউইকের প্রতিবেদনে বলা হয়, গত ২৯ জুন দুপুর ২টা ১০মিনিটে ফুকুশিমায় কোরিয়ামা শহরে বিদ্যুৎ চলে যায়। সেদিন শহরটিতে তীব্র গরম ছিল। পরে অনুসন্ধানকারীরা দেখেন, বিদ্যুতের সাবস্টেশনের যন্ত্রের মধ্যে সাপ ঢুকে বসে আছে।

কর্মকর্তারা জানান, একটি তারের সংস্পর্শে এসে সাপটি বিদ্যুতায়িত হয়। ফলে ওই যন্ত্রটিতে আগুন লেগে যায়। পরে দমকল কর্মীরা এসে তা নেভায়।
নিউজউইকের প্রতিবেদনে বলা হয়, সাপের এমন কর্মকাণ্ডে ১০ হাজার বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়ে। স্থানীয় একজন নাপিত জানান, ওইদিন বিদ্যুৎ না থাকায় তার দ্রুত দোকান বন্ধ করতে হয়।

স্থানীয় সংবাদমাধ্যম জাপান টুডের প্রতিবেদনে বলা হয়, স্থানীয়রা সাপের এমন ঘটনা শুনে অবাক হয়েছেন। অনেকে বিস্ময় প্রকাশ করে বলেছেন, একটি সাপ কত সহজে অচল করে দিতে পারে শহরের বিদ্যুৎসেবা। সেদিন ১০ হাজার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ সংযোগ ফিরিয়ে আনতে প্রায় এক ঘণ্টা সময় লেগে যায়।

- Advertisement -

Related Articles

- Advertisement -

Latest Articles