-0 C
Toronto
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

জনপ্রিয়তা ধরে রেখেছে লিবারেল পার্টি

জনপ্রিয়তা ধরে রেখেছে লিবারেল পার্টি
এখন ভোট হলে জিটিএতে নিউ ডেমোক্র্যাটরা পাবেন ১৫ শতাংশ ভোট

ফোরাম রিচার্স পরিচালিত সর্বশেষ জরিপের ফলাফল গত শনিবার প্রকাশ করা হয়। জরিপের ফল বলছে, এখন ভোট হলে জিটিএতে নিউ ডেমোক্র্যাটরা পাবেন ১৫ শতাংশ ভোট। এছাড়া পিপল’স পার্টি অব কানাডা ১০ এবং গ্রিন পার্টি ৩ শতাংশ ভোট পেতে পারে।

লিবারেলরা সবচেয়ে বেশি জনপ্রিয় ৪১৬ এলাকা, নারী এবং ৬৫ বছর ও তার বেশি বয়সী নাগরিকদের মধ্যে। ৯০৫ এলাকাতেও অন্যদের তুলনায় কিছুটা এগিয়ে আছে তারা। অন্যদিকে কনজার্ভেটিভদের প্রতি সবচেয়ে বেশি সমর্থন রয়েছে পুরুষ ও ৪৫-৫৪ বছর বয়সী ভোটারদের মধ্যে। আর এনডিপিকে বেছে নেওয়ার পক্ষে ২৫ বছরের কম বয়সী ভোটারদের অধিকাংশ।

- Advertisement -

জনমত জরিপটি পরিচালিত হয় ইংরেজি ভাষায় বিতর্কের পর দিন। এজন্য দৈবচয়নভিত্তিতে জিটিএর ৪৯৩ জন ভোটারকে বেছে নেওয়া হয়। ফোরাম রিচার্সের প্রেসিডেন্ট লোর্নে বোজিনফ শনিবার সিপি২৪কে বলেন, নির্বাচন যখন ঘোষণা করা হয় সেই সময়ের তুলনায় লিবারেলরা এখন অনেক ভালো অবস্থানে রয়েছে। ৯০৫ এলাকায় অনেক সুইং ভোটার রয়েছে এবং নেতারা আগামী কয়েকদিন যে সেখানে কাটাবেন সেটা স্পষ্ট।

তিনি বলেন, ৪১৬ এলাকাতেও জনপ্রিয়তা ধরে রেখেছে লিবারেলরা। এক মাস আগে যখন নির্বাচন ঘোষণা করা হয় সে সময়ই এলাকাটিতে এগিয়েছিল তারা। কিন্তু এখন ৯০৫ এলাকাতেও এগিয়ে আছে দলটি। আসন্ন নির্বাচনে জিততে ৯০৫ তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

তবে জিটিএতে পিপল’স পার্টি অব কানাডার প্রতি সমর্থন বৃদ্ধিও বিস্ময়কর বলে মন্তব্য করেন বোজিনফ। তিনি বলেন, এক মাস আগেও তাদের প্রতি সমর্থন ছিল ৫ শতাংশ ভোটারের। এখন সেটা ১০ শতাংশে উন্নীত হয়েছে। এটা বড় উল্লম্ফন, যার বেশিরভাগই এসেছে গত সপ্তাহে।

ভোট-সমৃদ্ধ গ্রেটার টরন্টো এরিয়াতে (জিটিএ) নিজেদের জনপ্রিয়তা ধরে রেখেছে লিবারেল পার্টি। ১৫ আগস্ট পরিচালিত ফোরাম রিসার্চের জনমত জরিপ অনুযায়ী, সিদ্ধান্ত নিয়ে ফেলা ও ঝুঁকে থাকা জিটিএ ভোটারদের ৩৯ শতাংশ লিবারেলদের পক্ষে রায় দিতে প্রস্তুত। লিবারেলদের প্রধান প্রতিদ্বন্দ্বী কনজার্ভেটিভ পার্টিকে ভোট দিতে চান ৩৩ শতাংশ ভোটার।

- Advertisement -

Related Articles

Latest Articles