17.8 C
Toronto
মঙ্গলবার, মে ৭, ২০২৪

বিধিনিষেধ কঠোর করা ও শিথিলের সঙ্গে খুচরা বিক্রিরও হ্রাস-বৃদ্ধি ঘটছে

বিধিনিষেধ কঠোর করা ও শিথিলের সঙ্গে খুচরা বিক্রিরও হ্রাস-বৃদ্ধি ঘটছে
গ্লোবাল মেডিক পরিদর্শনে টরন্টো মেয়র গত মাসে খুচরা বিক্রি ১ দশমিক ৭ শতাংশ হ্রাস পেয়েছে

জনস্বাস্থ্য সম্পর্কিত বিধিনিষেধ কঠোর করা ও শিথিল করার সঙ্গে খুচরা বিক্রির হ্রাস-বৃদ্ধি ঘটছে বলে জানান টিডি ব্যাংকের অর্থনীতিবিদ সেনিয়া বুশমেনেভা। তিনি বলেন, ভোক্তারা নতুন করে স্টোরে যাওয়া উপভোগ করছেন এবং সেই সঙ্গে তাদের ব্যয়ের ধরনও বদলাচ্ছে। তাদের মধ্যে পণ্য ক্রয়ের পরিবর্তে বাইরে খাওয়া, বিনোদন ও ভ্রমণের মতো সেবা খাতে ব্যয়ের প্রবণতা বাড়ছে। জুলাই মাসের খুচরা বিক্রির ওপর এই প্রভাবটাই পড়েছে।

দেশের বেশিরভাগ অঞ্চলে জনস্বাস্থ্য সংক্রান্ত বিধিনিষেধ শিথিল করায় জুনে খুচরা বিক্রি বেড়ে ৫ হাজার ৬২০ কোটি ডলারে পৌঁছেছে। স্ট্যাটিস্টিকস কানাডা শুক্রবার এই তথ্য জানিয়েছে। তবে সংস্থাটির জুলাই মাসের প্রাথমিক হিসাব বলছে, গত মাসে খুচরা বিক্রি ১ দশমিক ৭ শতাংশ হ্রাস পেয়েছে।

- Advertisement -

১১টি উপখাতের মধ্যে আটটিতেই জুন মাসে খুচরা বিক্রি বেড়েছে। সবচেয়ে বেশি বেড়েছে পোশাক ও এ সংক্রান্ত আনুষঙ্গিক খাতের বিক্রি। দুই মাস কমার পর জুন মাসে এই উপখাতের বিক্রি বেড়েছে ৪৯ দশমিক ১ শতাংশ। জেনারেল মার্চেন্ডাইজ স্টোরে বিক্রি বেড়েছে ৭ দশমিক ৪ এবং মোটরগাড়ি ও যন্ত্রাংশে ২ দশমিক ৭ শতাংশ।

তবে খাদ্য ও পানীয় উপখাতে জুন মাসে খুচরা বিক্রি ২ দশমিক ৬ এবং সুপারমার্কেট ও অন্যান্য মুদি দোকানে বিক্রি ৩ দশমিক ৫ শতাংশ হ্রাস পেয়েছে। আবাসন উপকরণ ও বাগান করার সামগ্রীর বিক্রিও জুন মাসে ৩ দশমিক ১ শতাংশ কমেছে। তবে গ্যাসোলিন স্টেশন এবং মোটরগাড়ি ও যন্ত্রাংশ বাদ দিলে মূল খুচরা বিক্রি জুন মাসে ৪ দশমিক ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

- Advertisement -

Related Articles

Latest Articles