9.9 C
Toronto
শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

আফগান, বাংলা, কানাডা ও আমেরিকা

আফগান, বাংলা, কানাডা ও আমেরিকা
আফগান ছেড়ে পালাচ্ছে নাগরিকরা

তালেবানরা ক্ষমতা দখলের পর আফগানিস্থানের ভীত সন্ত্রস্ত সাধারণ মানুষ যেভাবে আমেরিকার প্লেনে এবং প্লেনের চাকায় চড়ে বসেছে, সেই দৃশ্য অনেকটা বাংলাদেশে ঈদের সময় ঘরে ফেরা মানুষের মতো। মানুষ আর মানুষ ছাড়া ট্রেইনের কোন অস্তিত্ব টের পাওয়া যায় না।

এই ভীত সন্ত্রস্ত পলায়নপর মানুষগুলো সবাই নাকি আমেরিকা এবং ন্যাটো জোটের কোলাবরেটর। এই বিশ বছর তারা আমেরিকা এবং ন্যাটো জোটের দালালি করেছে। সেই কারনে তালেবান ক্ষমতা দখল করায় তারা আশংকা করছে, তালেবানরা এই সব দালালির প্রতিশোধ নিবে। তাই তারা প্রান ভয়ে ভীত হয়ে যে যেমনভাবে পেরেছে প্লেনে চড়ে বসেছে। উদ্দেশ্য যেভাবে হোক দেশটি থেকে পালাতে হবে। তানাহলে নির্ঘাত মৃত্যু।

- Advertisement -

এই রকম কুযুক্তির পেছনে কারন হচ্ছে, তালেবানরা ভদ্র, নম্র। তারা দেশে শান্তি কায়েম করতে যাচ্ছে। সাধারণ মানুষ তাদের আগমনে বেজায় খুশি। এত খুশি যে দেশ ছেড়ে পালানোর প্রশ্নই উঠে না। তালেবান আসাতে ঘরে ঘরে শান্তি প্রতিষ্ঠা হবে। সুখের বন্যা বয়ে যাবে।

যারা দেশ ছেড়ে পালাচ্ছে তারা দালাল। দালালি করার কারনে শাস্তি তাদের জন্য অনিবার্য। তাই তারা ভয়ে পালাচ্ছে।

কিন্তু প্লেনে যারা উঠেছিল সেই সব ছবি দেখলে বুঝা যায়, তারা নিতান্তই সাধারণ নাগরিক। সেখানে নারী শিশু থেকে শুরু করে বয়স্করাও রয়েছে।

আর তালেবান ক্ষমতায় আসাতে দেশটিতে শান্তি এবং সুখের নহর বয়ে চললে সাধারণ মানুষ বিজয় মিছিল বের করতো। আনন্দ উল্লাসে রাজপথ প্রকোম্পিত করতো,তালেবানদের নামে শ্লোগান দিতো। কিন্তু বাস্তবে আমরা তেমন বিজয় উল্লাস দেখি নাই বরং পুরো দেশটিতে এক অজানা ভয়ের রাজস্ব কায়েম হয়েছে। আতংকিত ভীত সন্ত্রস্ত মানুষ ঘরের বাইরে আসছে না। বিশেষ করে নারীরা ভীত সন্ত্রস্ত।

তালেবানরা নানা প্রতিশ্রুতি দিচ্ছে। তারা সাধারণ ক্ষমাও ঘোষণা করেছে। মুখে বলছে, কারো উপর কোন প্রতিশোধ নেওয়া হবে না। ভয়ের কিছু নেই। সবাই নিশ্চিন্ত এবং নির্ভয়ে থাকতে পারো।

এর পরেও এই আশ্বাস বানীতে কাজ হচ্ছে না। যে যেমভাবে পারছে দেশ ছেড়ে পালাচ্ছে।

কারন, এই পলায়নপর মানুষগুলি জানে তালেবানদের বিশ্বাস করা যায় না। এরা কাল সাপ। আজ হোক কাল হোক ছোবল মারবেই। এদের সাময়িক খোলস পাল্টানোকে সাধারণ মানুষ লোক দেখানো ভাওতাবাজি ছাড়া আর কিছু মনে করে না। তাদের প্রকৃত চরিত্র কি তা সাধারণ মানুষ ভালো ভাবেই জানে।

তালেবান ক্ষমতায় আসাতে যারা বেজায় আনন্দিত, উৎফুল্ল তারাই প্রচার করছে আমেরিকার দালালরা ভয়ে পালাচ্ছে।

স্কারবোরো, কানাডা

- Advertisement -

Related Articles

Latest Articles