13.4 C
Toronto
মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪

ঈদের আনন্দও হাজারগুন বেশি

ঈদের আনন্দও হাজারগুন বেশি

১৪ বছর আগে ঈদে এত আনন্দ ছিল না। পিআর হয়ে এই এপ্রিলের সাত তারিখে তখন কানাডায় আসি। এখানে পরিচিত ছিল মাত্র দুইজন। এখন আমার পরিচিত কয়েক হাজারজন। আর ঈদের আনন্দও হাজারগুন বেশি।

- Advertisement -

এক বোন ওমরা থেকে আসার সময় আমার জন্য পান্জাবি নিয়ে এসেছেন। তাঁকে চাকুরী পেতে সহযোগিতা করেছিলাম। আমার মেয়ে উমাইমাও এবার ঈদে পাঞ্জাবী কিনে দিয়েছে। চারদিন আগে টরন্টোয় এক অনুষ্ঠানে আমার এক শুভাকাঙ্খির সাথে দেখা। “ইমাম ভাই এ খামটা বাসায় যেয়ে খুলবেন।” বলে চলে গেলেন। খুলে দেখি এক হাজার ডলার। আমি বিস্মিত। একইসাথে আনন্দিতও।

এ ঈদে হয়তো অনেকের আনন্দই কম। কারও হতে টাকা নেই। কেউ আপনজনদের হারিয়েছেন। আর কেউবা একা। নবাগত। কয়েকদিন আগে দেখা ক্লাস থ্রি পাশ যে লোকটা কানাডায় এসে রেফ্যুজি ক্লেইম করেছেন, তিনিও হয়তো একসময় এখানে প্রতিষ্ঠিত হয়ে যাবেন। যার পকেটে এখন টাকা নেই, একদিন পকেটভর্তি টাকা থাকবে। ব্যবধানটা শুধু সময়ের।

১৪ বছর আগের ঈদের আনন্দ আর আজকের ঈদের আনন্দের অভিজ্ঞতা তাই বলে। সবাইকে ঈদ মোবারক। সব বাধা অতিক্রম করে সারা বিশ্ব শান্তিময় হোক।

- Advertisement -

Related Articles

Latest Articles