6.8 C
Toronto
বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

এন্ড্রু কুমো তার অফিসের ১১ জন নারী

এন্ড্রু কুমো তার অফিসের ১১ জন নারী
এন্ড্রু কুমো

আমেরিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজ্য নিউইয়র্ক। সেই রাজ্যের সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তি হলেন গভর্নর। সাধারণত কোন রাজ্যের গভর্নর বা সিনেটররাই আমেরিকার প্রেসিডেন্ট হয়ে থাকেন। সেই নিউইয়র্ক রাজ্যের শক্তিশালী ব্যক্তি তিনবারের নির্বাচিত গভর্নর এন্ড্রু কুমো তার অফিসের ১১ জন নারীকে যৌন হয়রানি করেছেন বলে প্রমান পাওয়া গেছে।

এই গভর্নর কুমো হলেন আমেরিকার ফেডারেল ও রাজ্য উভয় জায়গার বর্তমান সরকারী দলের লোক এবং প্রেসিডেন্ট বাইডেনের দীর্ঘদিনের ঘনিষ্ট বন্ধু।

- Advertisement -

তারপরও তার বিরুদ্ধে যখনই অভিযোগ এসেছে সেটা তদন্ত হয়েছে। গভর্নর কুমো কিন্তু বরাবরই অভিযোগ অস্বীকার করে এসেছে। তাতে কি? তদন্ত হয়েছে। কে করেছে তদন্ত? তারই অফিস, সরকারী এটর্নি জেনারেল। তদন্তে তিনি দোষী হয়েছেন। এখন চলছে তাকে ইমপিচ করার পালা।

সরকারী দলের গভর্নর কুমোর ঘনিষ্ট বন্ধু প্রেসিডেন্ট বাইডেন তাকে পদত্যাগ করতে প্রকাশ্যে আহবান করেছেন। করতে বাধ্য হয়েছেন। পদত্যাগ না করলে তাকে ইমপিচ করা হবে। কে করবে ইমপিচ? নিউইয়র্ক রাজ্যের জাতীয় সংসদ বা পার্লামেন্ট। সেখানে দুই তৃতীয়াংশ সদস্যের সমর্থন লাগবে। কারা সংখ্যাগরিষ্ঠ? গভর্নরের নিজ দল ডেমোক্রেটিক পার্টি। তার নিজ দলই তার বিরুদ্ধে ভোট দিয়ে তাকে সরিয়ে দিবে। তার দলের, সংসদের স্পিকার Carl E. Heastie অলরেডি তাকে সরে যেতে আহবান করেছে। বলেছে গভর্নর আর কোনভাবেই পদে থাকতে পারবে না। ইমপিচমেন্ট প্রক্রিয়া প্রায় শেষের দিকে। তিনবারের নির্বাচিত গভর্নর কুমো এখন শেষ পরিনতির দিকে এগিয়ে চলেছে।

সরকারী দল বলে রেহাই পাচ্ছে না। সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তি হয়েও না। কারণ কি?

কারণ একটাই, তার ক্ষমতা কোন ব্যক্তির ক্ষমতা নয়। প্রাতিষ্ঠানিক ক্ষমতা। আইনের বাইরে যে ক্ষমতা প্রয়োগ করার সামান্য ক্ষমতাও যেখানে কারো বাপের থাকে না!

আর ১১ জন নারীর কথা কি বলবো! সাহসের সাথে তারা এগিয়ে এসেছেন। তাদের সাথে হওয়া যৌন হয়রানীর ডিটেইলস বর্ননা দিয়েছেন। সরকারী দলের সর্বোচ্চ ক্ষমতাশালী ব্যক্তি বলে একটুও ভয় পায় নি। কারণ সেক্ষেত্রেও তাদের জন্য রয়েছে রাষ্ট্রীয় সুরক্ষা।

স্কারবোরো, অন্টারিও

- Advertisement -

Related Articles

Latest Articles