14.3 C
Toronto
মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪

ভয়ের কারণ ডেল্টা ভ্যারিয়েন্ট

ভয়ের কারণ ডেল্টা ভ্যারিয়েন্ট
টরন্টোর একটি ভ্যাকসিনেশন সেন্টার

ডেল্টা ভ্যারিয়েন্ট এখনো পর্যন্ত ভয়ের কারণ হিসাবে গণ্য হচ্ছে। এর থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে একটি দেশের জনসংখ্যা যত বেশি ভ্যাক্সিনেটেড হবে তত বেশি সুরক্ষা পাবে এই ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে।

তবে পুরোপুরি ভ্যাক্সিন প্রাপ্ত হবার পরেও এই ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে প্রতিরোধক ৬০%। বাকী ৪০% ঝুঁকি থেকেই যায়। তবে আশার কথা এই যে, পুরোপুরি ভ্যাক্সিন প্রাপ্তদের মধ্যে মৃত্যুর হার এবং মারাত্মকভাবে অসুস্থ্য হবার হার হ্রাস পেয়েছে। পুরোপুরি ভ্যাক্সিন প্রাপ্তরা ভাইরাস সংক্রমণের শিকার হলেও সুস্থ্য হয়ে উঠার হার বৃদ্ধি পাচ্ছে। আইসিইউ তে ভাইরাস আক্রান্ত রোগী ভর্তির পরিমান হ্রাস পাচ্ছে।

- Advertisement -

কানাডার টার্গেট হচ্ছে, জনসংখ্যার ৭০% পুরোপুরি ভ্যাক্সিন প্রাপ্ত হলে স্টেপ ৩ থেকে বেরিয়ে এসে সব কিছু অধিকতর উন্মুক্ত করে দেওয়া। আপাতত স্টেপ ৩- এর মধ্যে নিয়ন্ত্রণ বজার রেখে জনসংখ্যাকে নির্ধারিত ভ্যাক্সিন প্রাপ্তির টার্গেটের দিকে নিয়ে যাওয়া।

স্টেপ ৩ এ প্রবেশের পর নিয়ন্ত্রণ কিছুটা শিথিল হওয়ায় দেখা যাচ্ছে নতুন সংক্রমণ কিছুটা বাড়তির দিকে তবে এখনো পর্যন্ত এই বাড়তির প্রবনতা বিপদ সীমা অতিক্রম করেনি।

কানাডা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে পরিকল্পনা মাফিক এগুচ্ছে বলেই এখনো পর্যন্ত প্রমান হয়। বিশেষ করে প্রর্যাপ্ত ভ্যাক্সিন পাবার পর দেশটি দ্রুত ভ্যাক্সিন কার্যক্রম এগিয়ে নিতে সক্ষম হয়েছে। দেশটি এখন লো রেট ভ্যাক্সিন প্রাপ্ত এলাকা গুলি চিহ্নিত করে দ্রুত সেই এলাকার বাসিন্দাদের ভ্যাক্সিনের আওতায় নিয়ে আসার পরিকল্পনা নিয়েছে। অনেকের মধ্যে ভ্যাক্সিন ভীতি এবং ভ্যাক্সিন না নেওয়ার প্রবণতা লক্ষ্য করা গেছে। দেশটির সরকার এই ভ্যাক্সিন ভীতি এবং ভ্যাক্সিন না নেওয়ার প্রবনতা দূর করার জন্য বিভিন্ন awareness program হাতে নিয়েছে।

সব কিছু পরিকল্পনা মাফিক এগুলে আগামী সেপ্টেম্বরের মধ্যে আমরা অনেকটাই স্বাভাবিক জীবনের স্বাদ গ্রহন করার সুযোগ পাবো।

স্কারবোরো, অন্টারিও

- Advertisement -

Related Articles

Latest Articles