14.2 C
Toronto
সোমবার, মে ১৩, ২০২৪

১০ ডলারে চাইল্ড কেয়ার পেতে কিছুটা সময় লাগবে

১০ ডলারে চাইল্ড কেয়ার পেতে কিছুটা সময় লাগবে - the Bengali Times
দৈনিক ১০ ডলারের বিনিময়ে চাইল্ড কেয়ার পেতে অটোয়ার সঙ্গে চুক্তিতে পৌঁছাতে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন অন্টারিওর শিক্ষামন্ত্রী স্টিফেন লেচি

দৈনিক ১০ ডলারের বিনিময়ে চাইল্ড কেয়ার পেতে অটোয়ার সঙ্গে চুক্তিতে পৌঁছাতে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন অন্টারিওর শিক্ষামন্ত্রী স্টিফেন লেচি। মঙ্গলবার শিক্ষার বাইরে এক ঘোষণায় এ তথ্য জানান তিনি। সেখানে এ সংক্রান্ত চুক্তির সর্বশেষ অবস্থা সম্পর্কে জানতে চাওয়া হয় তার কাছে।

আগামী পাঁচ বছরের মধ্যে দৈনিক ১০ ডলারে চাইল্ড কেয়ার পেতে ফেডারেল সরকারের ৩ হাজার কোটি ডলারের যে পরিকল্পনা একমাত্র প্রদেশ হিসেবে অন্টারিও তাতে স্বাক্ষর করেনি একনও। লেচি বারবার বলে আসছেন, বর্তমান যে প্রস্তাব দেওয়া হচ্ছে তাতে অন্টারিওবাসীকে চাইল্ড কেয়ার পেতে দৈনিক ১০ ডলারের বেশি খরচ করতে হবে। যদিও অন্টারিওর পরিকল্পনায় এ সম্পর্কে বিস্তারিত নেই বলে জানিয়ে আসছে অটোয়া।

- Advertisement -

অন্টারিও যে চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছে প্রিমিয়ার ডগ ফোর্ড গতমাসে তা ঘোষণা করেন। তবে সুনির্দিষ্ট সময়সীমার ব্যাপারে জানতে চাইলে লেচি কিছুটা ভিন্ন সুরে কথা বলেন এদিন। তিনি বলেন, অন্টারিওর পরিবারগুলোর জন্য ন্যায্য হয় এমন চুক্তির বিষয়ে চাপ অব্যাহত রাখবেন তিনি ও প্রিমিয়ার ডগ ফোর্ড। দেখেন, চুক্তিতে পৌঁছাতে কিছুটা সময় লাগতে পারে। কিন্তু অন্টারিওর পরিবারগুলোর জন্য সেবাটি যখন কমবে ও সহজপ্রাপ্য হবে তখন সেটা হবে সবচেয়ে ভালো। এ নিয়ে ফেডারেল সরকারের সঙ্গে খুবই গঠনমূলক আলোচনা অব্যাহত রয়েছে।

সর্বশেষ অঞ্চল হিসেবে নুনাভাট গত মাসে ফেডারেল চাইল্ড কেয়ার পরিকল্পনায় স্বাক্ষর করেছে। অন্টারিওর ক্ষেত্রে প্রিমিয়ার ডগ ফোর্ড এও বলেছিলেন, পাঁচ বছর পরও তহবিলের নিশ্চয়তা চান তিনি।

চাইল্ড কেয়ার পরিকল্পনা নিয়ে আলোচনার দায়িত্বে আছেন ফেডারেল পরিবারর বিষয়ক মন্ত্রী কারিনা গোল্ড। তিনি বলেন, অন্যান্য প্রিমিয়ারের ইস্যু ভিন্ন। পাঁচ বছরের সময়সীমা বেছে নেওয়া হয়েছে এই কারণে যাতে কর্মসূচিটি কীভাবে কাজে আসছে সরকার তা মূল্যায়ন করতে পারে। অর্থবছর শেষ হওয়ার আগেই চুক্তি স্বাক্ষরের ব্যাপারে একটা চাপ রয়েছে, যাতে করে অন্টারিও চলতি বছরের জন্য অর্থ বরাদ্দ রাখতে পারে।
This article was written by Sohely Ahmed Sweety as part of the Local Journalism Initiative.

- Advertisement -

Related Articles

Latest Articles