10.6 C
Toronto
শুক্রবার, মে ৩, ২০২৪

আইপিএলে দল পেলে দ. আফ্রিকায় টেস্ট খেলবেন না সাকিব!

আইপিএলে দল পেলে দ. আফ্রিকায় টেস্ট খেলবেন না সাকিব! - the Bengali Times

আগামী মার্চ-এপ্রিলে দক্ষিণ আফ্রিকায় তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। ওয়ানডে সিরিজে খেললেও প্রোটিয়াদের বিপক্ষে টেস্টে সাকিব আল হাসানকে নাও পেতে পারে টাইগাররা।

- Advertisement -

আইপিএলে দল পেলে ওই সময়টায় টি-টোয়েন্টির ফ্র্যাঞ্চাইজি লিগটিকেই প্রাধান্য দেবেন সাকিব। ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ তাদের খবরে এমনটাই জানিয়েছে।

১৮ মার্চ ওয়ানডে দিয়ে শুরু হবে বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফর। পরের দুই ওয়ানডে ২০ ও ২৩ মার্চ। ৩১ মার্চ থেকে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট শুরু হবে ৮ এপ্রিল থেকে। এদিকে আইপিএল শুরু হয়ে যাবে ২৭ মার্চ থেকে।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস ক্রিকবাজকে বলেন, ‘সাকিব দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলবে। তবে টেস্টে তাকে পাওয়ার ব্যাপারে কিছু নিশ্চিত করেনি। তবে শ্রীলঙ্কা সিরিজের দুই টেস্টের জন্য তাকে পাওয়া যাবে বলে জানিয়েছে।’

এদিকে ক্রিকবাজেই বুধবার অন্য একটি খবরে বলা হয়, সাকিব ৮ থেকে ২৩ মে আইপিএল মিস করবেন বলে বিসিবি থেকে বিসিসিআইকে জানানো হয়েছে। ওই সময়টায় শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। যা আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

সবশেষ বাংলাদেশের নিউজিল্যান্ড সফরেও সাকিব ছিলেন না। সম্প্রতি যিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন, সামনে তিন ফরম্যাট একসঙ্গে চালিয়ে নেওয়া বেশ কঠিন হবে।

- Advertisement -

Related Articles

Latest Articles