10.4 C
Toronto
শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

ফাইজার ও মডার্ণার ৩য় বুষ্টার ডোজ

ফাইজার ও মডার্ণার ৩য় বুষ্টার ডোজ
আমেরিকা ফাইজার ও মডার্ণার বুষ্টার ডোজের আনুষ্ঠানিক অনুমতি দিয়েছে

আমেরিকা ফাইজার ও মডার্ণার ৩য় ডোজ বা বুষ্টার ডোজের আনুষ্ঠানিক অনুমতি দিয়েছে। যেখানে বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশের কোটি কোটি মানুষ এখনো প্রথম ডোজই নিতে পারলো না, সেখানে আমেরিকাসহ অনেক উন্নত দেশেই ৩য় ডোজ দেয়া শুরু হবে।

এখন মনে পড়ে সেই শ্লোগান! কেউ খাবেতো কেউ খাবে না, তা হবে না তা হবে না। টিকা বন্টন ও বাণিজ্যে বৈষম্য পরিস্কার। এই বৈষম্যের যারা শিকার তাদের কেমন লাগছে এখন?

- Advertisement -

একই কথা বাংলাদেশের সরকার ও মানুষকে ভাবতে হবে। বাংলাদেশ সহ অনেক দেশে লক্ষ কোটি লোক এক বেলা পেট ভরে খেতে পায় না। সেই একই দেশে বোট ক্লাব, ঢাকা ক্লাব, উত্তরা ক্লাব, গুলশান ক্লাবের নামে কোটি কোটি টাকার শ্রাদ্ধ করা হয়, শুধু মদ খেয়ে, ফূর্তি করেই শত কোটি টাকা উড়িয়ে দেয়া হয়। দুর্নীতির হাজার হাজার কোটি টাকা নিমিষেই পাচার করে দেয়া হয়। কেউ বাসে ট্রাকে বাদুর ঝুলে যাতায়াত করতে পারে না, আবার কারো কারো বাড়ীর চাকর বাকরদের জন্যে রয়েছে প্রাইভেট গাড়ী। বৈধ আয়ের সাথে সঙ্গতি না থাকা সত্ত্বেও কারো কারো ছেলে মেয়েকে লক্ষ ডলার খরচ করে বিদেশে পড়ানো হয় আবার কারো কারো বেওয়ারিশ ছেলে মেয়ে টোকাই নাম নিয়ে রাস্তা ঘাট রেল স্টেশনে ঘুমিয়ে থাকে, পাতা কুড়িয়ে, কাগজ টুকিয়ে জীবন চলে। সামান্য সর্দি কাশিতে কেউ কেউ সিংগাপুর, ব্যাংকক বা ভারতে চিকিৎসার জন্য চলে যান, আবার কারো অক্সিজেনের অভাবে রাস্তায়ই মৃত্যুর কোলে ঢলে পরতে হয়!

টিকা প্রাপ্তির বৈষম্য থেকে আমাদের শেখার অনেক কিছু আছে, যদি আমরা শিখতে চাই!

স্কারবোরো, কানাডা

- Advertisement -

Related Articles

Latest Articles