11 C
Toronto
শনিবার, মে ৩, ২০২৫

১৬ বছরের ছোট প্রেমিকাকে বিয়ে করছেন ঋত্বিক!

১৬ বছরের ছোট প্রেমিকাকে বিয়ে করছেন ঋত্বিক! - the Bengali Times

বলিউডের অন্যতম সুদর্শন এবং স্টাইলিশ অভিনেতা ঋত্বিক রোশন জীবনের ৪৯ বছরে পা রাখলেন। মঙ্গলবার (১০ জানুয়ারি) তার জন্মদিন।

- Advertisement -

আর বিশেষ এই দিনেই জানা গেল অভিনেতার বিয়ের খবর।
সুজানের সঙ্গে বিচ্ছেদের পর গেল কয়েক মাস যাবত গায়িকা সাবা আজাদের সঙ্গেই ঋত্বিকের প্রেমের গুঞ্জন। রীতিমতো একে অপরের প্রেমে হাবুডুবু খাচ্ছেন ঋত্বিক-সাবা।

ঋত্বিক নিজেও কখনো প্রেমিকাকে লোকচক্ষুর আড়ালে রাখেননি। ইতোমধ্যেই নতুন ফ্ল্যাট কিনে লিভ ইনও শুরু করেছেন তারা। এবার খুব শিগগিরই নাকি চারহাত এক হতে চলেছে ঋত্বিক-সাবার!

অভিনেতার ঘনিষ্ঠ মহলের দাবি, সাবার সঙ্গে ভীষণ খুশি তিনি। এছাড়া ঋত্বিকের দুই ছেলে রেহান-হৃদানও পছন্দ করে সাবাকে।

শোনা যাচ্ছে, এই মুহূর্তে বেশ কিছু কাজ রয়েছে ঋত্বিক-সাবার হাতে। বছর শেষেই কাজের দায়বদ্ধতা হালকা হতেই বিয়ের পিঁড়িতে বসবেন তারা। গোটা পরিবার উপস্থিত থাকবে তাদের বিয়েতে। কিন্তু এই বিয়েতে ঋত্বিকের প্রাক্তন সুজান থাকবেন কি না, তা এখন জানা যায়নি।

বিবাহ বিচ্ছেদ হয়ে গেলেও ঋত্বিক-সুজানের বন্ধুত্ব এখনও অটুট। সুজানের সঙ্গে ১৪ বছরের দাম্পত্যের ইতি ঘটিয়ে একটা লম্বা সময় সিঙ্গেলও ছিলেন তিনি। কয়েকজন বলি নায়িকার সঙ্গে নাম জড়িয়েছে ঋত্বিকের সঙ্গে। তবে এবার মনে হচ্ছে, সাবার সঙ্গেই নতুন জীবনে পা রাখবেন ঋত্বিক।

- Advertisement -

Related Articles

Latest Articles