8 C
Toronto
শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

১১ মাসে রেমিট্যান্স এসেছে সাড়ে ১৯ বিলিয়ন ডলার

১১ মাসে রেমিট্যান্স এসেছে সাড়ে ১৯ বিলিয়ন ডলার

২০২২ সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত বিশ্বের দেশ থেকে ১৯.৫৮ বিলিয়ন ডলার রেমিটেন্স এসেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

- Advertisement -

মঙ্গলবার (১০ জানুয়ারি) জাতীয় সংসদে সরকারি দলের নূর উদ্দিন চৌধুরী নয়নের এক লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, গত ১১ মাসে (জানুয়ারি-২০২২ থেকে নভেম্বর ২০২২) ১৯ হাজার ৫৮৫ দশমিক ৬১ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে।

অর্থমন্ত্রী জানান, ২০২২ সালের জানুয়ারিতে দেশে রেমিট্যান্স এসেছে ১ হাজার ৭০৪ কোটি ৫৩ লাখ মার্কিন ডলার, ফেব্রুয়ারিতে ১ হাজার ৪৯৬ কোটি ৯ লাখ ডলার, মার্চে ১ হাজার ৮৫৯ কোটি ৯৭ লাখ ডলার, এপ্রিলে ২ হাজার ৯ কোটি ৪৯ লাখ ডলার, মে মাসে ১ হাজার ৮৮৫ কোটি ৩৪ লাখ ডলার, জুনে ১ হাজার ৮৩৭ কোটি ২৭ লাখ ডলার, জুলাইয়ে ২ হাজার ৯৬ কোটি ৩২ লাখ ডলার, আগস্টে ২ হাজার ৩৬ কোটি ৯৩ লাখ ডলার, সেপ্টেম্বরে ১ হাজার ৫৩৯ কোটি ৫১ লাখ ডলার, অক্টোবরে ১ হাজার ৫২৫ কোটি ৪৩ লাখ ডলার এবং নভেম্বরে রেমিট্যান্স আসে ১ হাজার ৫৯৪ কোটি ৭৩ লাখ মার্কিন ডলার।

এ সময়ে সবচেয়ে বেশি রেমিট্যান্স আসে সৌদি আরব থেকে, যার পরিমাণে ৩ হাজার ৭০৯ কোটি ১০ লাখ মার্কিন ডলার। আর সবচেয়ে কম রেমিট্যান্স এসেছে ইরান থেকে, যার পরিমাণ ৪ লাখ ডলার।

- Advertisement -

Related Articles

Latest Articles