12.9 C
Toronto
শনিবার, মে ৪, ২০২৪

গার্বেজ ও টরন্টো

গার্বেজ ও টরন্টো - the Bengali Times
ফাইল ছবি

বাংলাদেশের দীর্ঘদিনের অন্যতম একটা বড় সমস্যা যেখানে সেখানে ময়লা ফেলা বিশেষ করে দুর্গন্ধযুক্ত ময়লা রাস্তার উপর ফেলে রাখা। খাবারের উচ্ছিষ্টগুলো টরন্টোতে এরকম সবুজ রঙের মুখ বন্ধ করা গার্বেজ বিনে জমা করে সপ্তাহের বৃহস্পতিবার খুব ভোরে বা আগের দিন রাতে যার যার বাসার সামনে রেখে দেয়া হয়।

তারপর সিটি কর্পোরেশনের কাভার্ড ট্রাক এসে এভাবে প্রত্যেক বৃহস্পতিবার সকালে নিয়ে যায়। নিয়ে গিয়ে কোথায় ফেলে বা কি করে সেটা নিয়ে পরে একদিন বলবো। এখানে দেখুন টরন্টোর কোথাও কোন নাগরিককে নাকে হাত দিয়ে দম বন্ধ করে রাস্তায় ফেলা আবর্জনা মোকাবিলা করতে হয় না বা পাশ কাটাতে হয় না।

- Advertisement -

এই সামান্য ব্যবস্হাপনার কাজটি সুষ্ঠভাবে করতে আমাকে কি মাও সেতুঙ এর লাল বই পড়তে হবে নাকি ঈদের পর আন্দোলন করার হুমকি দিতে হবে? বিএনপি আওয়ামী লীগ কিংবা জাতীয় পার্টি সকল সরকারের আমলেই কি মানুষ এই দুঃসহ যন্ত্রণা ভোগ করছে না? তাহলে রাজনৈতিক দলগুলোর এত বাগাড়ম্বর আসে কোথা থেকে?

- Advertisement -

Related Articles

Latest Articles