14.1 C
Toronto
বুধবার, মে ২৯, ২০২৪

ডিভোর্স লেটার দেখেই আমি সম্পর্কে জড়িয়েছি : সুবাহ

ডিভোর্স লেটার দেখেই আমি সম্পর্কে জড়িয়েছি : সুবাহ - the Bengali Times
ইলিয়াস হোসেন সুবাহ শাহ হুমায়রা

আলোচিত মডেল ও অভিনেত্রী সুবাহ শাহ হুমায়রাকে বিয়ে করেছেন গায়ক ইলিয়াস হোসেন। এবার ইলিয়াসের বিরুদ্ধে অভিযোগ উঠেছে দ্বিতীয় স্ত্রী মডেল কারিন নাজকে ডিভোর্স না দিয়েই সুবাহকে বিয়ে করেছেন তিনি। এ বিষয়ে কারিন আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন।

এদিকে, এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আজ রবিবার আত্মপক্ষ সমর্থন করে সুবাহ লিখেছেন, ‌‘ডিভোর্স লেটার দেখেই আমি সম্পর্কে জড়িয়েছি। তাও বৈধভাবে। এখন যদি তার ডিভোর্স ভুয়া হয় তাহলে আমার করার কিছুই নাই…। এমন কী ওই মেয়ে কারিনকে এবং তার মাকে আমি নিজেই ফোন দিয়ে সব খুলে স্পষ্ট করে বলেছি দুই মাস আগে। তাও যদি অস্বীকার করে যে তারা জানে না- তাহলে কিছুই বলার নাই।’

- Advertisement -

জানা গেছে, কারিন নাজ সুইডেনের স্টোকহোমে থাকেন। বাংলাদেশে বেশ কয়েকটি মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন তিনি। কারিনকে বিয়ের আগে যুক্তরাষ্ট্র প্রবাসী এক বাংলাদেশি শিক্ষার্থীকে বিয়ে করেছিলেন ইলিয়াস। সেই সংসার বেশিদিন দীর্ঘস্থায়ী হয়নি।

- Advertisement -

Related Articles

Latest Articles