17 C
Toronto
সোমবার, মে ২৭, ২০২৪

আবার দূর শিক্ষণে যাচ্ছে টিডিএসবি

আবার দূর শিক্ষণে যাচ্ছে টিডিএসবি - the Bengali Times
ফাইল ছবি

শীতের ছুটির পর শিক্ষার্থীদের বাবা-মা ও অভিভাবকদেরকে দূর শিক্ষণের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে টরন্টো ডিস্ট্রিক্ট স্কুল বোর্ড (টিডিএসবি)। নগরীতে কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা বাড়তে থাকার পরিপ্রেক্ষিতে এ আহ্বান জানানো হয়েছে।

বোর্ডের ওয়েবসাইটে বুধবার প্রকাশিত এক স্মারকে বলা হয়েছে, শিক্ষার্থীদের উচিত দূর শিক্ষণের জন্য প্রয়োজনীয় ও ব্যক্তিগত সব সামগ্রী বাড়িতে নেওয়া। টরন্টোতে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় স্কুলগুলোর একটা নির্দিষ্ট সময় পর্যন্ত দূর শিক্ষণ কার্যক্রমে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও তারা শিক্ষা মন্ত্রণালয় বা টরন্টো জনস্বাস্থ্য বিভাগের কাছ থেকে এ সংক্রান্ত কোনো ইঙ্গিত পায়নি তারপরও বাড়তি সতর্কতা থেকে এ পরামর্শ দিচ্ছে তারা।

- Advertisement -

টিডিএসবি বলেছে, তাদের যেকোনো সিদ্ধান্ত সাবলিল ও দক্ষভাবে বাস্তবায়নের জন্য আমরা প্রস্তুত। সেই সঙ্গে শিক্ষার্থীদের মঙ্গল ও শিক্ষা কার্যক্রমে আমাদের সহায়তা অব্যাহত রাখবো। শিক্ষার্থীদের র‌্যাপিড অ্যান্্িটজেন টেস্ট কিটসহ বাড়ি পাঠিয়ে দেওয়া হবে। তাদেরকে মোট পাঁচটি টেস্ট কিট দেওয়া হবে, যা ২০ ডিসেম্বর শুরু হয়ে ৩ জানুয়ারি শেষ হবে।

বুধবার অন্টারিওর ৪ হাজার ৮৪৪টি স্কুলে নতুন করে ৩৮৪ জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। এর মধ্যে শিক্ষার্থী রয়েছে ৩৪৩ জন। আর ৩৪ জন শিক্ষাকর্মী। বাকি সাতজনের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। সপ্তাহান্তে অন্টারিওর সরকারি স্কুলগুলোর ৫৫০ জন শিক্ষার্থী ও শিক্ষাকর্মী কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। এই মুহূর্তে অন্টারিওর ২২ শতাংশেল বেশি স্কুলে অন্তত একজন করে কোভিড-১৯ এ আক্রান্ত এবং এর ফলে ১ শতাংশ স্কুল বন্ধ রয়েছে।

গ্রেটার টরন্টো ও হ্যাল্টিন এরিয়ার আরও বেশ কিছু স্কুল শীতালীন ছুটির আগে শিক্ষার্থীদের শিক্ষা সরঞ্জাম বাড়িতে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে।

- Advertisement -

Related Articles

Latest Articles