6.4 C
Toronto
শনিবার, মার্চ ২২, ২০২৫

রাস্তায় কিশোরীর গলা কেটে লাশ কাঁধে গ্রামে ফিরল যুবক

রাস্তায় কিশোরীর গলা কেটে লাশ কাঁধে গ্রামে ফিরল যুবক - the Bengali Times
খুন প্রতীকী ছবি

সাইকেলে চেপে শনিবার সকালে স্কুলে যাচ্ছিল কিশোরী। পথে তার গলা কেটে খুন করে তারই প্রতিবেশী এক যুবক। এর পরে কিশোরীর লাশ কাঁধে করে প্রায় ২০০ মিটার দূরে গ্রামে প্রবেশ করে ১৯ বছরের যুবক ধর্মপাল চৌহান। গ্রামবাসীরা তাকে ধরে মারধর করেন। এর পরে পুলিশের হাতে তুলে দেন তাকে। ভারতের উত্তরপ্রদেশের বলরামপুর জেলায় এই ঘটনা ঘটে।

বলরামপুরের সার্কল অফিসার ব্রিজনন্দন রায় জানিয়েছেন, আটক যুবককে আদালতে হাজির করিয়ে হেফাজতে চাওয়া হয়েছে। কেন কিশোরীকে খুন করেছে ধর্মপাল তা খতিয়ে দেখা হচ্ছে।

- Advertisement -

স্থানীয়দের দাবি, মাস কয়েক আগে কিশোরীকে মারধর করে ধর্মপাল। কেন করেছিল তা স্পষ্ট নয় পুলিশের কাছে। গ্রামবাসীদের সূত্রে জানা গিয়েছে, নিহত কিশোরী এবং ধর্মপাল একই জাতের। মাস কয়েক আগে তাকে যখন মারধর করেছিল যুবক, সে সময় স্থানীয়দের হস্তক্ষেপে তা মিটে গিয়েছিল। এই সব দাবি খতিয়ে দেখছে পুলিশ।

তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, গত কয়েক মাস ধরেই কিশোরীকে হেনস্থা করছিল ধর্মপাল। শনিবার গ্রাম থেকে প্রায় ২০০ মিটার দূরে স্কুলে যাচ্ছিল কিশোরী। নিজের সাইকেলে চেপে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, সে সময় তার পথ আটকায় ধর্মপাল। ওই কিশোরী কিছু বলার আগেই ছুরি দিয়ে গলা কেটে ফেলে সে। এর পর কাঁধে করে লাশ গ্রামে নিয়ে যায়। গ্রামবাসীরা কিশোরীর পরিবারকে খবর দেয়। তারা কিশোরীকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

 

- Advertisement -

Related Articles

Latest Articles