2.2 C
Toronto
শনিবার, মার্চ ২২, ২০২৫

ছোট হয়ে আসছে সাকিব আল হাসানের ক্রিকেট দুনিয়া!

ছোট হয়ে আসছে সাকিব আল হাসানের ক্রিকেট দুনিয়া! - the Bengali Times
সাকিব আল হাসান

সাকিব আল হাসানের বোলিং অ্যাকশানে তারা ত্রুটি পেয়েছে, সে কারণে আবার বোলিং অ্যাকশানের পরীক্ষা দিয়ে পাশ করার আগ পর্যন্ত ইসিবি আয়োজিত টুর্নামেন্টগুলোতে বোলিং করতে পারবেন না সাকিব জানিয়েছে,ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড (ইসিবি)।

আজ (১৫ ডিসেম্বর) বিসিবি থেকে সরবরাহকৃত বিজ্ঞপ্তিতে সাকিবকে ঘিরে আরও বড় দুঃসংবাদ পাওয়া গেল।

- Advertisement -

বিজ্ঞপ্তিতে জানানো হচ্ছে, আইসিসির নিয়ম অনুযায়ী বোলিং অ্যাকশানের পরীক্ষায় পাশ করার আগ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটেই বোলিং করতে পারবেন না সাকিব। এমনকি বাংলাদেশের বাইরে অন্য কোনো দেশের ঘরোয়া টুর্নামেন্টেও তাঁর বোলিংয়ে এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

গত সেপ্টেম্বরে কাউন্টিতে সারের হয়ে একটি ম্যাচ খেলেছেন সাকিব। সে ম্যাচে তাঁর বোলিং অ্যাকশান নিয়ে সন্দেহ প্রকাশ করেন আম্পায়াররা। ১৮ বছর আন্তর্জাতিক ক্রিকেটে পার করে দেওয়া সাকিব এরপর এই মাসের শুরুতে ইংল্যান্ডের লাফবোরো ইউনিভার্সিটিতে বোলিং অ্যাকশানের পরীক্ষা দেন। তাতে পাশ করতে না পারায় আসে এই নিষেধাজ্ঞা।

 

- Advertisement -

Related Articles

Latest Articles