1.1 C
Toronto
মঙ্গলবার, মার্চ ১৮, ২০২৫

মুস্তাফিজদের আইপিএলে দল না পাওয়ার কারণ

মুস্তাফিজদের আইপিএলে দল না পাওয়ার কারণ
ছবি সংগৃহীত

বাংলাদেশের ১২ জন ক্রিকেটার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আসন্ন আসরের নিলামে নাম দিয়েছিলেন । তাদের মধ্যে মাত্র দুইজনকে নিলামের টেবিলে তোলা হয়েছিল। তবে মুস্তাফিজুর রহমান-রিশাদ হোসেনদের কেউই দল পাননি।

বুধবার (২৭ নভেম্বর) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। এ সময় আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দল না পাওয়া নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ব্যক্তিগতভাবে আমার দুঃখ হয়, আমি কিন্তু আমাদের মানটাকে বিচার করি। পৃথিবীর মঞ্চে আমি যদি জায়গা পাই, তার মানে আমার অবস্থাটা ভালো। পৃথিবীর মঞ্চে আমি যদি জায়গা না পাই, তার মানে হচ্ছে আমার অবস্থাটা ভালো নয়।’

- Advertisement -

গত বছর ছাড়পত্র না দেওয়ায় খেলতে পারেননি তাসকিন আহমেদ। এ নিয়ে ফাহিম বলেন, ‘জোর করে কিন্তু…এই দেশে বলি, ওই দেশে বলি, ফ্র্যাঞ্চাইজি লিগে ঢোকাতে পারবো না। যোগ্যতা থাকলে ঢুকতে পারবে। আমাদের জন্য সুযোগ ছিল, গত বছর বা তার আগের বছর কয়েকজন পেস বোলারের জায়গা হচ্ছিল বা হওয়ার সুযোগ তৈরি হয়েছিল। সেটাকে আমরা কাজে লাগাতে পারিনি। আমার মনে হয় আমাদের চেষ্টা থাকা উচিত আন্তর্জাতিক এই সুযোগগুলোকে কাজে লাগানোর।’

- Advertisement -

Related Articles

Latest Articles