1.3 C
Toronto
শনিবার, মার্চ ২২, ২০২৫

তরুণী পাইলটের আত্মহনন, প্ররোচনার অভিযোগে প্রেমিক গ্রেপ্তার

তরুণী পাইলটের আত্মহনন, প্ররোচনার অভিযোগে প্রেমিক গ্রেপ্তার - the Bengali Times
সৃষ্টি তুলি মুম্বাইয়ে আত্মহত্যা করে মারা গেছেন বলে অভিযোগ উঠেছে

ভারতের মুম্বাইয়ে এয়ার ইন্ডিয়া এয়ারলাইনের ২৫ বছর বয়সী এক পাইলটের আত্মহননের পর তার প্রেমিককে গ্রেপ্তার করা হয়েছে। আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে বুধবার পুলিশ জানিয়েছে।

পুলিশ জানায়, আন্ধেরি শহরতলির মারোল এলাকার কানাকিয়া রেইনফরেস্ট ভবনে ভাড়া করা ফ্ল্যাট থেকে সোমবার সৃষ্টি তুলির ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। সেদিন তিনি ডাটা কেবলের সাহায্যে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

- Advertisement -

ঘটনাস্থল থেকে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি। পরে তুলির পরিবারের অভিযোগের ভিত্তিতে তার প্রেমিক আদিত্য পণ্ডিতকে (২৭) মঙ্গলবার আটক করা হয়।

পাওয়াই থানার এক কর্মকর্তা জানান, তুলির মামা অভিযোগ করেছেন, পণ্ডিত প্রায়ই তুলিকে হয়রানি ও জনসমক্ষে অপমান করতেন। তুলিকে তার খাদ্যাভ্যাস পরিবর্তন করে মাংসাহার বন্ধ করার জন্য পণ্ডিত চাপ দিতেন।

ঘটনার দিন পণ্ডিত দিল্লি যাওয়ার পথে ছিলেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, তুলি তাকে ফোন করে আত্মহননের হুমকি দেন। পণ্ডিত দ্রুত মুম্বাই ফিরে ফ্ল্যাটের দরজা ভেতর থেকে বন্ধ পান। চাবি তৈরির কারিগরের সাহায্যে দরজা খুলে তিনি দেখেন, তুলি ডাটা কেবলে ঝুলছেন।

তাকে সেভেনহিলস হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

পুলিশের দেওয়া তথ্য অনুসারে, তুলির বাড়ি উত্তর প্রদেশে। তিনি গত বছরের জুন থেকে মুম্বাইয়ে বসবাস করছিলেন। দুই বছর আগে দিল্লিতে একটি কমার্শিয়াল পাইলট কোর্স করার সময় তুলি ও পণ্ডিতের পরিচয় হয় এবং তারা সম্পর্কে জড়ান।

পণ্ডিতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১০৮ ধারা (আত্মহত্যায় প্ররোচনা) অনুযায়ী মামলা করা হয়েছে এবং তাকে ২৯ নভেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে।

- Advertisement -

Related Articles

Latest Articles