2.2 C
Toronto
শনিবার, মার্চ ২২, ২০২৫

গভীর রাতে অনৈতিক কার্যকলাপ, যুব মহিলা লীগ নেত্রীসহ আটক ৪

গভীর রাতে অনৈতিক কার্যকলাপ, যুব মহিলা লীগ নেত্রীসহ আটক ৪ - the Bengali Times
ছবি সংগৃহীত

বিদেশি মদ ও অনৈতিক কার্যকলাপের অভিযোগে ঠাকুরগাঁও জেলা যুব মহিলা লীগ নেত্রীসহ চারজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২২ নভেম্বর) গভীর রাতে জেলা শহরের বসিরপাড়ার এলাকার জিল্লুর রহমানের বহুতল ভবনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বিদেশি মদ ও অনৈতিক কার্যকলাপের অভিযোগে ঠাকুরগাঁও জেলা যুব মহিলা লীগের নেত্রীসহ চারজনকে আটক করেছে পুলিশ। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুর ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

- Advertisement -

তিনি জানান, পুলিশের একটি দল এ অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় ওই বাসা থেকে বিদেশি মদের কয়েকটি বোতল উদ্ধার করে পুলিশ।

আটককৃতরা হলো- পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বাসিন্দা রোজিনা আক্তার তাঁর স্বামী তফিজুল, শহরের ইসলামবাগ এলাকার বাসিন্দা আশা চৌধুরী ও জেলা হরিপুর উপজেলার বাসিন্দা লিজা আক্তার। তবে রোজিনা আক্তার ও আশা চৌধুরী জেলা যুবমহিলা লীগের নেত্রী বলে জানা গেছে। আর লিজা আক্তারের রাজনৈতিক পরিচয় এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়া যায়নি।

পুলিশ জানায়, পৌরশহরের বসিরপাড়া এলাকায় ওই বাসাটি ভাড়া নিয়ে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন তারা। এমন অভিযোগেই এলাকাবাসী থানায় খবর দিলে অভিযান পরিচালনা করে।

অভিযানের বিষয়টি টের পেয়ে অভিযুক্তরা বেশকিছু বোতলের মাদক ওয়াশরুমে ঢেলে বোতল খালি করে রাখেন। তারপরও কয়েকটি বোতলে বিদেশি মদ পাওয়া যায়।

অভিযানের সময় দেখা গেছে, চারতলা ভবনের প্রতিটি ইউনিটের রুমগুলোতে বিছানা রয়েছে। এসব কক্ষেই শুধু নারীদের পাওয়া গেছে। কোনো পুরুষ ছিল না রোজিনার স্বামী ছাড়া। নারীরা বলছিলেন তারা নাকি সিঙ্গেল হিসেবেই বাড়ি ভাড়া নিয়ে থাকতেন।

দীর্ঘ সময় তল্লাশির পর মাদক উদ্ধার ও দেহ ব্যবসার সঙ্গে জড়িত এমন অভিযোগেই চারজনকে আটক করে সদর থানায় নিয়ে যাওয়া হয়।

অভিযান শেষে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুর ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। তাদের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডেরও অভিযোগ রয়েছে। আটকদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

বহুতল ভবনটি মালিক জিল্লুর রহমান। তিনি জেলার পীরগঞ্জ উপজেলার একটি কলেজের শিক্ষক বলে জানা গেছে।

- Advertisement -

Related Articles

Latest Articles