-8.2 C
Toronto
সোমবার, জানুয়ারী ২৪, ২০২২

ক্যাটরিনার বিয়েতে যেতে মানতে হবে ৬০ শর্ত!

- Advertisement -
আলোচনায় বলিউডের জনপ্রিয় দুই তারকা ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ

বিশ্বে করোনার তাণ্ডব থেমে নেই। তার ওপর আতঙ্ক বাড়াচ্ছে নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। এর মধ্যেই ধুমধাম করে বিয়ের আয়োজন করেছেন বলিউড তারকা ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। আর বিয়ের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হলে অতিথিদের মানতে হবে একগুচ্ছ শর্ত।

কয়েক মাস ধরেই বিয়ের ইস্যুতে আলোচনায় বলিউডের জনপ্রিয় দুই তারকা ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। শুক্রবার (৩ ডিসেম্বর) নকি বিয়েও সেরেছেন কাগজে-কলমে। যদিও তা ই মুহূর্তে প্রকাশ্যে আনতে নারাজ ‘ভিক্যাট’। তবে ৬ দিনব্যাপী অনুষ্ঠান হবে ধুমধাম করে। তারকা জুটির বিয়ের অনুষ্ঠানে যেতে হলে মানতে হবে ৬০ শর্ত!

- Advertisement -

রাজস্থানের একটি বিলাসবহুল প্রাসাদ বুকিং দিয়েছেন ভিকিক্যাট। আগামী ৬ থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত বুক করেছেন তারা। ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, রাজকীয় বিয়েতে যেতে হলে মানতে হবে একগুচ্ছ শর্ত। শুধু আমন্ত্রণপত্রে হবে না, ‘ভিক্যাট’-এর বিয়েতে চাই টিকার সনদ, কোভিড নেগেটিভ রিপোর্ট।

শুধু তাই নয়, অনুষ্ঠানে এসে ছবি না তোলার চুক্তিতে সই করতে হবে অতিথিদের। এমনকি বিয়ের সময় ফোন ব্যবহার করাও নিষিদ্ধ। বিশেষ কোড না জানলে অনুষ্ঠানে প্রবেশ করতে পারবেন না অতিথিরা। এমনি ৫৯টি শর্ত দেওয়া হয়।

সেই তালিকায় এবার নতুন সংযোজন। নায়ক-নায়িকার বিয়েতে আসতে হলে গাড়িতে থাকতে হবে বিশেষ স্টিকার। যা দেখে বোঝা যাবে আরোহী নায়ক –নায়িকার বিয়েতে আমন্ত্রিত।

এমনই ৬০টি কড়া শর্তের বেড়াজালে কাছের মানুষদের সঙ্গে নিয়ে উদযাপনে মাতবেন তারকা জুটি। ইতোমধ্যেই বিয়ের জন্য সেজে উঠছে রাজস্থানের বিলাসবহুল হোটেল।

এদিকে, ভিকি-ক্যাটরিনার বিয়েতে সালমান খানের উপস্থিতি নিয়ে বেজায় জলঘোলা শুরু হয়েছে। দিন কয়েক আগেই, ভাইজানের সঙ্গে টাইগার থ্রির শুট করেছেন ক্যাট সুন্দরী। বিচ্ছেদের পরও তাদের বন্ধুত্ব রয়েছে। বলা ভালো, পেশাদারিত্ব বজায় রেখে কাজ করেছেন উভয় পক্ষই। তবে সিনেমার কিছু অংশের শুট এখনও বাকি। সেটা বিয়ের পরই সারবেন ক্যাটরিনা। এমন অবস্থায়, সাবেক হিসেবে ক্যাটরিনার বিয়েতে কি থাকছেন সালমান? উত্তর দিলেন বোন অর্পিতা।

অর্পিতা জানিয়েছেন, তিনি কিংবা আলভিরা খানের কেউই ভিকি-ক্যাটের বিয়ের আমন্ত্রণপত্র পাননি এখনও পর্যন্ত। অন্যদিকে, অভিনেতার ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছেন, ভাইজান ক্যাটরিনাকে বেজায় চোখে চোখে রাখেন। দুজনের বন্ধুত্ব এখনও ভালো। অতঃপর বিয়েতে অভিনেত্রীর জন্য শুভেচ্ছা জানানো ছাড়া আর কী-ই বা করতে পারেন সালমান!

- Advertisement -

Related Articles

- Advertisement -

Latest Articles