19.4 C
Toronto
রবিবার, জুন ২৩, ২০২৪

রাজনীতিবিদের সুন্দরী স্ত্রীকে নিয়ে হইচই

রাজনীতিবিদের সুন্দরী স্ত্রীকে নিয়ে হইচই
চমকপ্রদ কালো পোশাক পরা লু জে লুই

সারি সারি চেয়ারে বসা আমন্ত্রিত অতিথি। পাশেই সাদা-গোলাপি নানা ফুল ফুটে আছে গাছে। রাত হওয়ায় জ্বালানো হয়েছে বাতি। ঝলমলে আলোয় আলোকিত চারপাশ। তবে সেই আলোকেও যেন ছাড়িয়ে গেছে এক নারীর সৌন্দর্য। রীতিমতো হইচই পড়ে যায় অনলাইনে। এমনটাই দেখা গেল সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মন্তব্যে।

গত বুধবার সিঙ্গাপুরের চতুর্থ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন লরেন্স ওং। সেই শপথ অনুষ্ঠানে সঙ্গে ছিলেন চমকপ্রদ কালো পোশাক পরা স্ত্রী লু জে লুই। যার সৌন্দর্যে মুগ্ধ হয়েছেন দেশটির অনেকেই। তাঁর চেহারা কোরিয়ান এক অভিনেত্রীর মতো লাগছে বলেও মিলিয়েছেন কেউ কেউ। গোটা অনুষ্ঠানে যেখানে নতুন প্রধানমন্ত্রী থাকার কথা আলোচনার শীর্ষে, সেখানে সেই নজর কেড়ে নিয়েছেন তাঁর স্ত্রী।

- Advertisement -

সিঙ্গাপুরবাসী লুইয়ের সৌন্দর্য ঘিরে নানা বিস্ময় প্রকাশ করেছেন। তারা তাঁকে ‘সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর সবচেয়ে সুন্দর স্ত্রী’ বলে অভিহিত করেছেন। তাঁর পোশাককে ক্লাসিক্যালি গর্জিয়াস বলেছেন অনেকে।

তবে তিনি অনুষ্ঠানে যাওয়ার সময় স্বামী লরেন্স ওংয়ের কিছুটা আগে আগে হেঁটে যান, এটি কেউ কেউ ভিন্নভাবে দেখলেও কেউ রসিকতা করে বলছেন, পুরুষের আগেই থাকেন নারী। অবশ্য আরেকজনের মন্তব্য ছিল, স্ত্রীকে ছাড়িয়ে যেতে হবে প্রধানমন্ত্রীকে।

শপথ গ্রহণ শেষে লরেন্স ওং বলেছিলেন, নীতি ও মূল্যবোধ চর্চার মাধ্যমে সিঙ্গাপুরের চতুর্থ প্রজন্মের নেতারা নিজস্ব উপায়ে নেতৃত্ব দেবেন। পূর্ববর্তী নেতারা অনুপ্রেরণা, তবে বর্তমান সময়ের চাহিদার আলোকে নেতৃত্বে পরিবর্তন আসবে। সব প্রতিকূলতা ডিঙিয়ে সিঙ্গাপুরের অগ্রগতির অলৌকিকতা বজায় রাখাই হবে তাঁর মিশন।

- Advertisement -

Related Articles

Latest Articles