8.1 C
Toronto
সোমবার, এপ্রিল ২১, ২০২৫

চলন্ত বাইকে প্রেমিকের কোলে তরুণী, পুলিশের সামনেই চুটিয়ে রোমান্স!

চলন্ত বাইকে প্রেমিকের কোলে তরুণী, পুলিশের সামনেই চুটিয়ে রোমান্স! - the Bengali Times
ছবি সংগৃহীত

হাইওয়েতে ছুটে চলছে মোটরসাইকেল। গাড়িটি চালাচ্ছেন এক যুবক। আর তার সামনে বসে আছেন প্রেমিকা। হ্যাঁ, ঠিকই পড়েছেন। মোটরসাইকেলের পেছনে নয়, সামনের ট্যাঙ্কে প্রেমিককে জড়িয়ে বসে ছিলেন তরুণী। চলন্ত মোটরসাইকেলে চুটিয়ে রোমান্সের ঘটনাটি ভারতের ছত্তিশগড়ের।

এ ঘটনার একটি ভিডিও সোশ্যালে ভাইরাল হয়েছে। পুলিশ জানিয়েছে, ছত্তিশগড়ের জাশপুরে হাইওয়েতে দেখা যায় ওই যুগলকে। যুবকের মাথায় হেলমেট থাকলেও তরুণীর ছিল না। যদিও বেশিক্ষণ স্থায়ী হয়নি বিপজ্জনক ওই রোমান্টিক স্টান্ট। জশপুরের এসপির চোখে পড়ে যায় ঘটনাটি।

- Advertisement -

সে সময় তিনি ওই রাস্তায় নিজের গাড়িতে ছিলেন। গাড়ি থেকেই তরুণ-তরুণীর রোমান্টিক স্টান্টের ভিডিও করেন। পরে তাদের থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

অভিযুক্ত যুবকের নাম বিনয়। ট্রাফিক আইনে ৫০০ রুপি জরিমানা করা হয়েছে তাকে। অন্যদিকে ভিডিও ভাইরাল হতেই যুগলের নিন্দায় সরব নেটিজেনরা। অনেকেই হেলমেট না পরায় সমালোচনা করেছেন তরুণীর।

- Advertisement -

Related Articles

Latest Articles