9.9 C
Toronto
সোমবার, এপ্রিল ২১, ২০২৫

ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের হামলা: মধ্যপ্রাচ্যজুড়ে আকাশপথ বন্ধ

ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের হামলা: মধ্যপ্রাচ্যজুড়ে আকাশপথ বন্ধ - the Bengali Times

সম্প্রতি সিরিয়ার রাজধানীতে ইরানি কনস্যুলেটে হামলার জবাবে রবিবার (১৪ এপ্রিল) গভীর রাতে সরাসরি ইসরায়েলকে লক্ষ্য করে হামলা শুরু করেছে ইরান। মধ্যপ্রাচ্যের দেশগুলোর সরকার ইরানের ড্রোন হামলার খবরে দ্রুত সাড়া দিচ্ছে।

- Advertisement -

জর্ডান, লেবানন ও ইরাক, ড্রোনের উড্ডয়ন পথে অবস্থিত দেশ তিনটি তাদের আকাশপথ বন্ধ করে দিয়েছে।

ইরান ও ইসরায়েল সামরিক উড়োজাহাজ ছাড়া সব ধরনের ফ্লাইট বন্ধ করে দিয়েছে।

ইসরায়েলের দিকে দুই শতাধিক ড্রোন, ক্রুজ ও ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের এক বিশাল ঝাঁক ছুড়েছে ইরান। এক বিবৃতিতে এমনটি বলেছেন ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি।

এদিকে, ইসরায়েলি বাহিনী উচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং সব লক্ষ্যবস্তু পর্যবেক্ষণ করছে। ইরানের ড্রোন উৎক্ষেপণের খবরের কিছুক্ষণ আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ইসরায়েলের প্রতিরক্ষামূলক ব্যবস্থা মোতায়েন করা হয়েছে।

- Advertisement -

Related Articles

Latest Articles