7 C
Toronto
শনিবার, মার্চ ১৫, ২০২৫

শবে কদরের রাতে সন্তানের খুনিকে ক্ষমা করলেন বাবা

শবে কদরের রাতে সন্তানের খুনিকে ক্ষমা করলেন বাবা
ছবি সংগৃহীত

সৌদি আরবে শবে কদরের রাতে সন্তানের মৃত্যুদণ্ডপ্রাপ্ত খুনিকে ক্ষমা করে আলোচনায় এসেছেন আতি আল-মালিকি নামের এক ব্যক্তি। আজ রবিবার (৭ এপ্রিল) দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, মক্কার বাসিন্দা আতি আল-মালিকির ছেলে আবদুল্লাহকে হত্যা করেছিলেন এক ব্যক্তি। এ ঘটনায় অভিযুক্তকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। আগামী ১৭ এপ্রিল তার মৃত্যুদণ্ড কার্যকরের কথা ছিল। কিন্তু দণ্ড কার্যকরের আগেই কোনো ক্ষতিপূরণ না চেয়ে খুনিকে ক্ষমা করে দিয়েছেন নিহতের বাবা।

- Advertisement -

তার ক্ষমা ঘোষণার মুহূর্তটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে। ভিডিওতে দেখা যায়— রমজান মাসের পবিত্রতম রাতে অভিযুক্তকে ক্ষমা করার সিদ্ধান্ত জানাচ্ছেন সন্তান হারানো বাবা। ঘোষণা শেষ হওয়া মাত্রই উপস্থিত অনেকে তাকে জড়িয়ে ধরেন। তারা আতি আল-মালিকির সিদ্ধান্তের প্রশংসা করেন।

সৌদিতে পরিকল্পিত হত্যার জন্য কেউ দোষী সাব্যস্ত হলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তবে হত্যাকাণ্ডের শিকার হওয়া ব্যক্তির স্বজনরা চাইলে ক্ষতিপূরণ নিয়ে কিংবা ক্ষতিপূরণ ছাড়াই অপরাধীকে ক্ষমা করে দিতে পারেন।

- Advertisement -

Related Articles

Latest Articles