10.5 C
Toronto
শনিবার, এপ্রিল ২৬, ২০২৫

৫০৮ কোটিতে আম্বানির মেয়ের বাড়ি কিনে নিলেন জেনিফার লোপেজ

৫০৮ কোটিতে আম্বানির মেয়ের বাড়ি কিনে নিলেন জেনিফার লোপেজ - the Bengali Times
বাড়িটি কিনতে জেনিফার লোপেজকে খরচ করতে হয়েছে ৫০৮ কোটি ৫৭ লক্ষ ৮৬ হাজার ৫৫০ টাকা

এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানির মেয়ে ঈশা আম্বানির প্রিয় বাড়িটি বেশ চড়ামূল্যে বিক্রি করে দিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসে অবস্থিত এই বিলাসবহুল বাড়িটি কিনে নিয়েছেন মার্কিন গায়িকা জেনিফার লোপেজ।

বাড়িটি প্রায় ৩৮ হাজার স্কয়ার ফিটের উপর নির্মিত। এই বাড়িতে রয়েছে ১২টি বেডরুম, ২৪টি বাথরুম। এখানেই শেষ নয়, জিম থেকে শুরু করে, স্পা, স্যালন–কী নেই সেখানে? রয়েছে ব্যাডমিন্টন খেলার কোর্টও।

- Advertisement -

বাড়িটি কিনতে জেনিফার লোপেজকে খরচ করতে হয়েছে ৫০৮ কোটি ৫৭ লক্ষ ৮৬ হাজার ৫৫০ টাকা। বেন অ্যাফ্লেককে নিয়ে লোপেজ এখন এই বাড়িতে বসবাস করবেন। যদিও আম্বানি পরিবারের পক্ষ থেকে এখনও এ নিয়ে কোনো মন্তব্য করা হয়নি।

জেনিফার লোপেজ, তার ভক্তরা স্নেহের সাথে জেএলও নামে ডাকেন, একজন আমেরিকান গায়ক, অভিনেত্রী এবং নৃত্যশিল্পী। গায়িকাকে প্রায়শই নৃত্যের রাণী হিসাবে চিহ্নিত করা হয়।

- Advertisement -

Related Articles

Latest Articles