0.9 C
Toronto
মঙ্গলবার, মার্চ ২৫, ২০২৫

‘একজন অভিনেত্রীর ঝলমলে জীবনের পেছনে থাকে নানা চড়াই-উতরাই’

‘একজন অভিনেত্রীর ঝলমলে জীবনের পেছনে থাকে নানা চড়াই-উতরাই’ - the Bengali Times

ইয়ামিন হক ববি

করোনার পর ‘ময়ূরাক্ষী’ সিনেমা দিয়েই ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন ইয়ামিন হক ববি। সিনেমাটি নিয়ে তখন বেশ আলোচনার সৃষ্টি হয়েছিল। শোনা যাচ্ছিল, ২০১৯ সালে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে বিমান ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে তৈরি হচ্ছে ‘ময়ূরাক্ষী’। পরে নির্মাতা জানান, এটি মূলত একটি প্রেমের গল্প। তবে গল্পের প্রয়োজনে বিমান ছিনতাইয়ের ঘটনাও দেখা যাবে। সিনেমার গল্প আসলেই কী নিয়ে– তা জানা যাবে মুক্তির পর।

এর আগে কয়েক দফা মুক্তির তারিখ জানানো হলেও মুক্তি পায়নি সিনেমাটি। এবার নির্মাতা রাশিদ পলাশ জানালেন, সিনেমাটি আগামী ঈদুল আজহায় মুক্তি পাবে। নির্মাতার ভাষ্য, ‘আমরা ঈদুল আজহায় সিনেমাটি মুক্তির পরিকল্পনা করেছি। সে পরিকল্পনা অনুযায়ী কাজ এগিয়ে নিচ্ছি।’

- Advertisement -

এর আগে নায়িকা ববি বলেন, ‘ময়ূরাক্ষী সিনেমার চরিত্রটি আমার ক্যারিয়ারের অন্যতম চ্যালেঞ্জিং চরিত্র। একজন অভিনেত্রীর জীবন বাইরে থেকে যতই আলো ঝলমলে হোক না কেন, পেছনে থাকে অনেক চড়াই-উতরাই। সেই ক্রাইসিসগুলো পর্দায় বাস্তবসম্মত করে তুলে ধরা সত্যিই জটিল। তাই অনেক প্রস্তুতি নিয়ে শুটিং করেছি। নিজেকে চরিত্রের মধ্যে ধরে রাখতে ওই সময়টায় অন্য কোনো কাজ করিনি। নিজেকে নতুন লুকে হাজির করেছি। আশা করি, দর্শক নতুন এক ববিকেই দেখতে পাবেন এ সিনেমায়।’

সিনেমার গল্প প্রসঙ্গে রাশিদ পলাশ বলেন, ‘সত্য ঘটনার অনুপ্রেরণায় নির্মিত হয়েছে সিনেমাটি। এ ছাড়া আমাদের শোবিজ অঙ্গনের মানুষের সম্পর্কের টানাপোড়েনটাও দেখা যাবে। দর্শক ভিন্ন রকম এক গল্পের সিনেমা উপভোগ করতে পারবেন।’

‘ময়ূরাক্ষী’তে ববির বিপরীতে রয়েছেন সুদীপ বিশ্বাস দ্বীপ। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া মাহি, সুমিত সেনগুপ্ত, ফারজানা ছবি, সমু চৌধুরী, দীপক সুমন, সাবিনা পুঁথি, ফারুক, মুহিন খান, মানিক শাহ, জুলফিকার চঞ্চলসহ অনেকেই। ইন্টারন্যাশনাল লিমিটেড প্রযোজিত সিনেমাটির চিত্রনাট্য করেছেন গোলাম রাব্বানী।

 

- Advertisement -

Related Articles

Latest Articles