20.9 C
Toronto
মঙ্গলবার, জুলাই ১৬, ২০২৪

‘সবকিছু পুইড়া যাকগা, আমার মা-তো বাঁচছে’

‘সবকিছু পুইড়া যাকগা, আমার মা-তো বাঁচছে’
ছবি ভিডিও থেকে সংগৃহীত

আমার মা তো বাঁচছে এইটাই বেশি আর কিছু লাগবো না। সবকিছু পুইড়া যাকগা, আমার মা তো আছে। গণমাধ্যমের সামনে এভাবেই স্বস্তি প্রকাশ করছিলেন কড়াইল বস্তিতে লাগা আগুনে ক্ষতিগ্রস্থ এক শিশু।

আগুনে নিঃস্ব হয়ে যাওয়ার পরও বাবাহীন ওই শিশুর মুখে ছিল এক অমলিন হাসি। কারণ আগুনে সব হারালেও তার মা বেঁচে আছে। এমনটাই বলছিলেন তিনি বলেন, মানুষ থাকলেইতো কামাই করতে পারবো, মানুষ না থাকলে কী হইবো? মানুষ থাকলে সবকিছু করা যাইবো, মা-ই আছে।

- Advertisement -

গতকাল রোববার বিকেল ৪টার দিকে রাজধানীর কড়াইল বস্তিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে দুইশর বেশি ঘর পুড়ে যায়, এছাড়া আগুন ছড়িয়ে পড়া ঠেকাতে একশর মতো ঘর ভেঙে ফেলা হয়।

- Advertisement -

Related Articles

Latest Articles