14.6 C
Toronto
মঙ্গলবার, মে ১৪, ২০২৪

ইউটিউব দেখে স্ত্রীর ডেলিভারির চেষ্টা, অতঃপর যা ঘটল …

ইউটিউব দেখে স্ত্রীর ডেলিভারির চেষ্টা, অতঃপর যা ঘটল ...

স্ত্রী হাসপাতালে যেতে চাইলেও নিজ বাড়িতেই সন্তান প্রসবের জন্য বাধ্য করেন স্বামী। তবে প্রসবের কষ্ট না সইতে পেরে মৃত্যু হয়েছে মা ও নবজাতকের। সম্প্রতি ভারতের কেরালা রাজ্যের তিরুবনন্তপুরমে ঘটেছে এ ঘটনা।

- Advertisement -

সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, স্ত্রীর সন্তান প্রসবের জন্য স্বামী আধুনিক প্রক্রিয়াকে বাদ দিয়ে ইউটিউব দেখে স্বাভাবিক প্রসবের ওপর জোর দিয়েছিলেন।

গত মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) স্বামী নিজের গর্ভবতী স্ত্রীকে আকুপাংচারের সাহায্যে বাড়িতেই ডেলিভারি করানোর চেষ্টা করেছিলেন। এ ঘটনায় চতুর্থ সন্তানের জন্ম দিতে গিয়ে ৩৬ বছর বয়সি শেমিরা বিবি ও নবজাতক দু’জনেরই মৃত্যু হয়েছে।

পুলিশ জানিয়েছে, মৃত নারীর স্বামী তাকে স্বাভাবিক নিয়মে প্রসব করাতে চেয়েছিলেন, তাই তিনি গর্ভবতী স্ত্রীকে কোনো ডাক্তারের কাছেও নিয়ে যাননি।

পুলিশ অভিযুক্ত স্বামীকে এরইমধ্যে গ্রেফতার করেছে। এছাড়া এ ঘটনায় অভিযুক্ত স্বামী নিয়াজের বিরুদ্ধে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

- Advertisement -

Related Articles

Latest Articles