2.4 C
Toronto
শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

নায়েগ্রাফলস এবং আত্মহত্যা

নায়েগ্রাফলস এবং আত্মহত্যা - the Bengali Times
ছবিবিবিসি

আপনারা জানেন কি ? প্রতি ৩ সপ্তাহে একজন করে মানুষ নায়াগ্রা ফলস থেকে লাফ মেরে আত্মহত্যা করে !!!
আত্মহত্যাকে আমরা যতটা অস্বাভাবিক মনে করি, আসলে তার থেকে স্বাভাবিক । তাই আমাদের বিষয়টি সম্পর্কে যেমন আরো বেশি সচেতন হওয়া দরকার, তেমনি বিষয়টিকে ডিল করার জন্য বিদ্যমান রিসোর্সগুলি সমন্ধে অবগত থাকা প্রয়োজন।

আমার ঘনিষ্ঠ বন্ধু এবং ভূতপূর্ব সুপারভাইজার ক্যাথ ম্যাগির বাবা আজ থেকে ১০ বছর আগে নায়াগ্রা ফলস থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। (May he be rest in peace). সেই সময় তার মরদেহ পাওয়া যাই নাই। তবে পুলিশ তখন আমার বন্ধু এবং তার ভাইয়ের DNA সংগ্রহ করেছিলো। সম্প্রতি পুলিশ নায়াগ্রা ফলসের ক্যানাল থেকে পাওয়া ৫৪টি Remines তাদের DNAর সাথে মিলিয়ে দেখছেন।
নিচে আমার বন্ধুর দেওয়া তার FB পোস্টের অংশটি তুলে দিচ্ছি।

- Advertisement -

আসুন আমরা সবাই আত্মহত্যা ব্যাপারটিকে গুরুত্বসহকারে দেখি এবং আমাদের কোনো প্রিয়জন বা পরিচিতজন যাতে ওই পথে না যায় সে ব্যাপারে যথাযত Preventive Measureগুলি গ্রহণ করি।

স্কারবোরো, কানাডা

- Advertisement -

Related Articles

Latest Articles