14.4 C
Toronto
শনিবার, জুন ১৫, ২০২৪

তিনবার বিয়ে করেছেন শাহরুখ, প্রকাশ করলেন বিয়ের প্রথম রাতের ঘটনা

তিনবার বিয়ে করেছেন শাহরুখ, প্রকাশ করলেন বিয়ের প্রথম রাতের ঘটনা
ছবি সংগৃহীত

বলিউডের খ্যাতিমান দম্পতিদের মধ্যে অন্যতম শাহরুখ খান ও গৌরী খান। সিনেমা জগতে জনপ্রিয় হওয়ার আগেই বিয়ের পর্ব সেরে নেন বলিউড বাদশা। বিয়ের এতদিন পর জানা গেল বিয়ের রাতের আবেগীয় ঘটনা। তাও আবার প্রকাশ করলেন শাহরুখ নিজেই।

জানা যায় এই দম্পতি বিয়ে করেছিলেন একবার নয়, তিনবার। প্রথমে কোর্ট ম্যারেজ করেন। পরে ১৯৯১ সালের ২৬ আগস্ট মুসলিম রীতিতে তাদের বিয়ে হয়। এরপর ১৯৯১ সালের ২৫ অক্টোবর আবার তারা হিন্দু রীতিতে বিয়ের বন্ধনে আবদ্ধ হন।

- Advertisement -

বিয়ের দিন বলিউড কিং স্ত্রী গৌরীকে সারপ্রাইজ দেয়ার জন্য বুক করেছিলেন একটি হোটেল। গৌরীকে নিয়ে সেখানে পৌঁছে যেতেই, পেলেন ডাক। শাহরুখ ঠিক করলেন গৌরীকে নিয়ে হেমা মালিনীর সঙ্গে দেখা করতে যাবেন।

বিয়ের বহু বছর পর শাহরুখ জানালেন, বিয়ের প্রথম রাত মোটেও ভালো অভিজ্ঞতা ছিল না। সে কথা মনে করে শাহরুখ এখনও চোখের পানি ফেলেন। তখন শাহরুখ খান ‘দিল আসনা হ্যায় ছবির শুটিং করছিলেন। সে ছবিতে ছিলেন হেমা মালিনী। বিয়ের দিন ছুটি নিয়েছিলেন শাহরুখ।

তবু শুটিং সেটে যান তিনি। সেখানে গিয়ে শাহরুখ খান দেখেন হেমা মালিনী আসেননি। রাত ২টা পর্যন্ত সেটেই ছিলেন শাহরুখ, গৌরী খানকে বসিয়ে গিয়েছিলেন শুটিং সেটের মেকআপ রুমের একটি চেয়ারে। ফিরে এসে শাহরুখ খান দেখেন গৌরী ঘুমিয়ে পড়েছেন। দেখে কেঁদে ফেলেছিলেন শাহরুখ খান। গায়ে মশার কামড়, শাহরুখ সেই মধ্যরাতে গৌরীকে নিয়ে ফিরেছিলেন হোটেলে। সেই রাতের কথা এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন শাহরুখ খান।

- Advertisement -

Related Articles

Latest Articles