11.5 C
Toronto
শুক্রবার, মে ১০, ২০২৪

‘জীবিত’ হয়েই ক্ষমা চাইলেন পুনম পান্ডে

‘জীবিত’ হয়েই ক্ষমা চাইলেন পুনম পান্ডে
পুনম পান্ডে

পুনম পান্ডে জীবিত রয়েছেন অথচ শুক্রবার দিনব্যাপী খবর ছড়ায় অভিনেত্রী বেঁচে নেই। জরায়ুমুখে ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তার! এমন খবর ছড়িয়ে পড়লে বলি পাড়া শোকাহত হয়ে উঠে। এরমধ্যে শনিবার একটি ভিডিও বার্তায় অভিনেত্রী জানান, তিনি মারা যাননি, বেঁচে আছেন।

মৃত্যুর ভুয়া খবর ছড়িয়েছিলেন নিজেই! আর তাতেই নিন্দার ঝড় চারিদিকে। ভিডিও বার্তায় পুনমকে বলতে শোনা গেল, ‘আমি ক্ষমা চাইছি, আমার জন্য যে অসুবিধা হয়েছে, যারা আমার জন্য আহত হয়েছেন। কিন্তু আমার অভিপ্রায় ছিল সকলকে শক দেওয়ার, কারণ আমরা সার্ভিক্যাল ক্যানসার নিয়ে সচেতন নই। সেই কারণেই আমি মৃত্যুর মিথ্যে নাটক করেছি। জানি হয়ত বিষয়টা বাড়াবাড়ি, কিন্তু এর জন্য হঠাৎ করে জরায়ু-মুখ ক্যানসার নিয়ে কথা বলছে।’

- Advertisement -

পুনম আরও বলেন, ‘এই রোগটা নিঃশব্দে বহু প্রাণ কাড়ছে। সার্ভিক্যাল ক্যানসার নিয়ে আলোচনা প্রয়োজন। আমি গর্বিত আমার মৃত্যুর ভুয়া খবর যেটা করে দেখালো। যারা আমাকে প্রশ্ন করতে চান, আমি উত্তর দেব হটারফ্লাই-তে লাইভে এসে।’

যে কারণে ‘মৃত্যুর’ নাটক করলেন পুনম পাণ্ডে যে কারণে ‘মৃত্যুর’ নাটক করলেন পুনম পাণ্ডে
আগামী ৪ ফেব্রুয়ারি, বিশ্ব ক্যানসার দিবস। ঠিক তার দু-দিন আগেই পুনমের সার্ভিক্যাল ক্যানসারে আচমকা মৃত্যুর খবরে অনেকেই মনে করেছিলেন হয়ত গোটাটাই প্রচার কৌশল। সেই জল্পনাতেই সিলমোহর পড়ল।

তাকে ঘিরে সবসময়ই চাপা উত্তেজনা, দর্শক মনে বরাবর কৌতুহল জাগিয়েছেন তিনি। প্রচারের আলোয় আসতে তাঁর কীর্তি অন্তহীন! কখনও নগ্ন হওয়ার শর্ত রাখা, কখনও হাজতবাস। পুনম পান্ডে মানেই চমক! কিন্তু নিজের মৃত্যুর খবরকে কেউ এইভাবে পাবলিসিটির কাজে লাগাতে পারে? সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় পুনমের বিরুদ্ধে। নিন্দা করে এক নেটিজেন লেখেন, ‘উনি জানেন একজন ক্যানসার রোগীর পরিবার কত কষ্ট সহ্য করে, সেই যন্ত্রণার কথা একবার ভাবল না?’

শুক্রবার বেলায় পুনম পান্ডে মৃত্যুর খবর প্রথম প্রকাশ্যে আসে তার ইনস্টাগ্রাম পোস্ট মারফত। জানানো হয় জরায়ু মুখ ক্যানসারে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন তিনি। সেই ভাইরাল পোস্টে লেখা ছিল- আজ সকালটা আমাদের জন্য কঠিন। আপনাদের গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমরা আমাদের প্রিয় পুনমকে সার্ভিকাল ক্যান্সারে হারিয়েছি। প্রতিটি জীবন্ত রূপ যা কখনও যোগাযোগে এসেছিল তার সঙ্গে, তার বিশুদ্ধ ভালবাসা এবং দয়ার সঙ্গে পরিচিত হয়েছিল। দুঃখের এই সময়ে, আমরা আপনাদের কাছে সবরকম গোপনীয়তার জন্য অনুরোধ করব। এখন আমরা স্নেহের সঙ্গে তাকে স্মরণ করতে চাই।’

নিজের ১০ বছরের কর্মজীবনে বারবার বিতর্কে জড়িয়েছেন ‘নশা’ খ্যাত তারকা। তবে সব বিতর্ককে ছাপিয়ে গেল মৃত্যুর এই মিথ্যে নাটক!

- Advertisement -

Related Articles

Latest Articles